প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যার ফলে ঘটছে অসংখ্য প্রাণহানী। গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালানোর জন্য ঘটছে এমন দুঃখজনক ঘটনা। পরিবারের মানুষরা হারাচ্ছে তাদের খুব আপনজনদের এবং হয়ে পড়ছে নিঃস্ব। সম্প্রতি জানা গেল অন্তঃসত্ত্বা ভাগ্নিকে হাসপাতালে নেয়ার পথে প্রাণ গেলো মামার।
নাটোরের বড়াইগ্রামে মহিষের গাড়ির ধাক্কায় ইজিবাইকে থাকা ইয়াজুল (৩৫) নামে এক যাত্রী প্রয়াত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পারকোল বাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সাইড ফিডার সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রয়াত ইয়াজুল উপজেলার বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রামের প্রয়াত ইকন প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, ইয়াজুল তার ভাইঝির অস্ত্রোপচারের জন্য ব্যাটারিচালিত ইজিবাইকে করে বনপাড়া হাসপাতালে যাচ্ছিলেন। পারকোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মহিষের গাড়িটি ইজিবাইকে ধাক্কা দিলে ইয়াজুল সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি প্রয়াত হন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সময় যখন খারাপ যায় তখন মানুষের করার কিছুই থাকেনা। ভাগ্যের কাছে মানুষকে হার মানতে হয়। ভবিষ্যত অনিশ্চিত আর তাই কখন যে জীবনে দুর্ঘটনা নেমে আসে সেটা কেউই জানেনা। মামা কি জানতো যে তার আর বাড়িতে ফেরা হবেনা। পরিবারের সবাইকে ছেড়ে পাড়ি জমালেন না ফেরার দেশে।