কর্মসন্ধান এ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায় অনেক মানুষ। বহু বছর প্রয়াসে কাটিয়ে তাদের চিন্তা থাকে দেশে গিয়ে ভালো কিছু করার যাতে বাকি জীবনটা পার হয়ে যায়। তবে রাসেলের সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।
ভাগ্যের চাকা ঘোরাতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান রাসেল নামের চট্টগ্রামের এক যুবক। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তার সহায় হয়নি। নিথর দেহে দেশে ফিরতে হচ্ছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সংযুক্ত আরব আমিরাতের আজমান খলিফা হাসপাতালে স্ট্রোক করে তিনি মারা যান।
রাসেল চট্টগ্রামের ফটিকছড়ির জাফতনগর জাহানপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। পরিবারে তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।
রাসেল প্রথমে আমিরাতের আল আইনের বাংলাবাজারে আল-আমিন হোটেল সংলগ্ন বাংলাদেশ মোবাইল ফোন শপ নামে একটি মোবাইল ফোনের দোকানে কাজ করতেন। দেশে আসার পর রাসেল বিয়ে করেন, সংসার জীবনে তার একটি মাত্র কন্যা সন্তান রয়েছে।
বিদেশের মাটিতে প্রাণ হারিয়েছে এমন মানুষের সংখ্যা কম নয়।রাসেলের মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে আইনি প্রক্রিয়া শেষে তার মরাদেহ দেশে পাঠানো হবে।