গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ৪০ জন নেতাকর্মী নিয়ে রওনা হয়েছেন হিরো আলম। আজ (১২ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকা থেকে তারা যাত্রা শুরু করেন।
হিরো আলম নিজেই জাগো দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি আমার অনেক দিনের স্বপ্ন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যাব। তার কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাবো।
হিরো আলম বলেন, সকালে চল্লিশ জনকে নিয়ে ঢাকার সংসদ ভবন এলাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হই। সারাদিন ওখানে থাকবো। এছাড়া বঙ্গবন্ধুর বাড়ির আশপাশের মানুষের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনাও করেছি। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলব।
শিগগিরই তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে বলেও জানান তিনি। এরই মধ্যে সিনেমাগুলোর কাজ শেষ হয়েছে। কিছু সেন্সর করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এছাড়া আরো কিছু নতুন গান প্রকাশ হবে। বর্তমানে এ নিয়েই ব্যস্ত তিনি।