Friday , December 27 2024
Breaking News
Home / Countrywide / অনেকে লিপস্টিক দিয়ে অন্য খেলা খেলার চেষ্টা করছে,তাদের বাড়ির বউ আছে কিনা সন্দেহ:শামীম ওসমান

অনেকে লিপস্টিক দিয়ে অন্য খেলা খেলার চেষ্টা করছে,তাদের বাড়ির বউ আছে কিনা সন্দেহ:শামীম ওসমান

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে হচ্ছে তুমুল তোলপাড়। তারি মাঝে সবথেকে আলোচিত মানুষ হচ্ছেন এখন সংসদ সদস্য শামীম ওসমান। চুপ থাকলেও তাকে নিয়ে আলোচনা আবার কথা বললেও তাকে নিয়ে আলোচনা বিষয়টা অনেকটা এমনই। তাইতো ডেকেছেন প্রেস কনফারেন্স। কথা বলেছেন সেখানে নানান বিষয় নিয়ে। বলেছেন লিপিস্টিকধারী কিছু পুরুষ মানুষের কথাও। দিয়েছেন কড়া হুসিয়ারি তাদেরকে।

নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পুরুষ মানুষ কিছু আছে মুখে লিপস্টিক মেখে অন্য খেলা খেলার চেষ্টা করছে। কোনো কোনো আঁতেল নাস্তিক নৌকার সঙ্গে চলছেন কিন্তু নৌকার নিয়ে আন্ডারমাইন করছেন। তাদের পেছনে তাদের বাড়ির বউ আছে কিনা সন্দেহ। তারা বলছে নৌকা না পেলে এটা হতো সেটা হতো। সেই লিপস্টিকওয়ালাদের বলতে চাই, নারায়ণগঞ্জ নৌকার ঘাটি, শেখ হাসিনার ঘাটি। এখানে অন্য খেলার চেষ্টা করবেন না’ বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান।

সোমবার দুপুর সোয়া ২টায় নারায়ণগঞ্জের বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেছেন, আমরা হৃদয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে লালন করি, জননেত্রী শেখ হাসিনাকে লালন করি ,বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। বঙ্গবন্ধু আমার শেষ ঠিকানা, শেখ হাসিনা আমার গন্তব্য, শেখ হাসিনা আমাদের শক্তি। আমার বাবা (মরহুম একেএম সামসুজ্জোহা) মৃত্যূর ঠিক আধ ঘণ্টা আগে আমাদের ৩ ভাইকে জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। তিনি আমাদের অভিভাবক। তিনি আরও বলেন, আমি সেই মায়ের সন্তান। আমার প্রয়াত ভাই মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ১৪ আগস্ট বিয়ে করে ১৫ আগস্ট নববধূকে রেখে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে চলে গিয়েছিলেন। আমি সেই পরিবারের সন্তান বলেই বিশ্বাস করি নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা আমাদের অস্তিত্বের প্রতীক। আমাদের শ্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ যে শ্লোগান শুনলে অনেকের বুকে কাপুঁনি ধরে।

তিনি আরও বলেন, বাবা বলেছিলেন- বঙ্গবন্ধু হ ত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমার ছেলেদের মৃত্যু হলে আমি মরেও শান্তি পাবো। আমি সেই বাবার ছেলে। বঙ্গবন্ধুকে সপরিবারে হ ত্যার পর খু নি মোশতাক আমার মাকে (প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহা) বলেছিলেন বাবা যেন তার মন্ত্রিসভায় যোগ দেন। আমার মা বলেছিলেন- আমার স্বামী আপনার মন্ত্রিসভায় যোগ দিলে প্রথমে চেষ্টা করবো তাকে হত্যা করতে, না পারলে নিজেকেই হত্যা করবো। এমপি শামীম ওসমান বলেন, আচরণবিধির কারণে এতদিন সরাসরি নামিনি ঠিকই কিন্তু আমাদের মূল ধারার সব নেতাকর্মীই নৌকার জন্য নেমেছেন। এখানে কে প্রার্থী ,হু কেয়ারস। কলাগাছ না আমগাছ সেটা দেখার বিষয় না। এটা আমার স্বাধীনতার নৌকা, এটা বঙ্গবন্ধুর নৌকা, এটা আমাদের ৪৯ জন লাশের নৌকা, চন্দন শীলের ২ পায়ের বিনিময়ের নৌকা। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, সেক্রেটারি খোকন সাহা, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু,সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ।

প্রসঙ্গে তিনি আরো অনেক কথা বলেন। এতদিন নির্বাচনী প্রচারণায় না নামার কারণ সহ তার দলের পতি ভালোবাসা সব কিছুই উল্লেখ করেন তিনি। নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি সেখানে অন্য কোন খেলা হবে না এমনটা হুমকিও দেন তিনি। সাথে উল্লেখযোগ্যভাবে দলে থেকে যারা ভেতরই কাজ করছেন অন্য দলকে নিয়ে তাদেরকে লিপিস্টিক ধাঁরী পুরুষ বলে আখ্যা দিয়েছেন তিনি।

About Ibrahim Hassan

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *