বর্তমান প্রযুক্তির যুগ। সর্বক্ষেত্রেই বিশ্ব জুড়ে এই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে ব্যপক হারে। সম্প্রতি সময়ে কোন সিনেমা রিলিজ হওয়ার পূর্বে প্রযুক্তির মাধ্যমে ঐ সিনেমার প্রচার-প্রচারনা করা হচ্ছে। তবে আগে এক সময় সিনেমার প্রচার-প্রচারনার জন্য শহরের বিভিন্ন অলি-গলিতে এবং ট্যাক্সিতে পোষ্টার লাগানো হত। সম্প্রতি এই পোষ্টারকে ঘিরে পুরানো এক স্মৃতি তুলে ধরলেন জনপ্রিয় নায়িকা জুহি চাওলা।
বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা জুহি চাওলা। সম্প্রতি কপিল শর্মার শোতে এই অভিনেত্রী শুনিয়েছেন তার স্মৃতিকথা। ১৯৮৮ সালের ব্লকবাস্টার সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’-তে জুটি বেঁধে অভিনয় করেছিলেন জুহি চাওলা ও আমির খান। সিনেমাটি মুক্তির আগে তারা নিজেরাও প্রচারণা করেছেন বলে জানান জুহি। এই অভিনেত্রী জানান, ওই সময়ে মুম্বাইয়ের অনেক ট্যাক্সিতে সিনেমার পোস্টার লাগানো হত। আমির খান এবং জুহি একের পর এক ট্যাক্সিচালকদের কাছে অনুরোধ করেন ট্যাক্সিতে তাদের সিনেমার পোস্টার লাগানোর জন্য। কিন্তু তাদের মতো নতুন জুটিকে ট্যাক্সিতে জায়গা দিতে প্রস্তুত ছিল না বেশির ভাগ চালক। অনেকে আবার পাত্তা না দিয়েই ট্যাক্সি নিয়ে চলে গিয়েছিলেন। এর আগে আরেকটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আমির খানকে নিয়ে জুহি বলেন, ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার শুটিং সেটে যাওয়ার আগেই আমির খানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তখনও জানতাম না যে আমিরই এ সিনেমার নায়ক। এটাও জানতাম না যে আমি নায়িকা।
প্রসঙ্গত, বলিউডের সেরা তারকাদের মধ্যে অন্যতম আমির-জুহি। তারা দুজনেই দীর্ঘ সময় ধরে বলিউড ইন্ডাষ্ট্রিতে কাজ করেছেন। এবং তারা দুজনেই অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। তবে জুহি চাওলার প্রথম অভিনীত সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’। সিনেমাটি দর্শক মাঝে ব্যপক সাড়া ফেলেছে এবং ব্যবসা সফল হয়েছে।