Thursday , September 19 2024
Breaking News
Home / Entertainment / অনেকেই বলেন, কিন্তু করা হয়নি এবার করবো: শাবনূর

অনেকেই বলেন, কিন্তু করা হয়নি এবার করবো: শাবনূর

দেশে ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবনতা। তারকা ব্যক্তিরাও এই মাধ্যমে বেশ সরব হয়েছে। মূলত এই মাধ্যমে সরব থেকে খুব সহজেই ভক্ত-অনুরাগীদের সাথে নানা কথা শেয়ার করতে পারছে তারকারা। এরই ধারাবাহিখটায় এই সোশ্যাল মিডিয়ায় যুক্ত হলেন বাংলাদেশের নব্বই দশকের বহুল আলোচিত ও জনপ্রিয় নায়িকা শাবনূর।

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সেখানেই ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন। অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তাঁর আবেদন আগের মতোই। শাবনূরও ভক্তদের সেই ভালোবাসা বহু দূরের দেশে বসেও অনুভব করতে পারেন। আর তাই ভক্তদের আরও কাছাকাছি থাকতে ইউটিউব চ্যানেল চালু করলেন তিনি। গত ১৪ সেপ্টেম্বর ‘শাবনূর’ নামে ইউটিউবে একটি চ্যানেল খোলেন তিনি। এই কাজে তাকে সহযোগিতা করেন ছোট বোন ঝুমুর। এবার প্রথমবারের মতো সরাসরি কথা বলবেন শাবনূর। আর সেটি হবে তার ইউটিউব চ্যানেলে। আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩টায় সিডনি থেকে এই লাইভে আসবেন তিনি।

শাবনূর বলেন, ‘অনেকেই আমাকে লাইভে আসতে বলেন। কিন্তু সেটা করা হয়নি। এবার তাহলে সেটাই করবো। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় আসছি।’ ০১৫ সালে মুক্তি পায় শাবনূর অভিনীত সবশেষ সিনেমা ‘পাগল মানুষ’। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে। তবে অস্ট্রেলিয়া জীবনের বিভিন্ন মুহূর্ত ধারণ করে ইউটিউবে প্রকাশ করবেন বলে কিছুদিন আগে জানিয়েছেন তিনি।

বর্তমান সময়ে দেশের বাইরে রয়েছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এমনকি তিনি দীর্ঘ সময় ধরে সিনেমা জগতের বাইরে রয়েছেন। তবে সম্প্রতি তিনি ভক্ত-অনুরাগীদের সাথে যোগাযোগ রাখতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

About

Check Also

অবশেষে তারেক রহমানের সঙ্গে মৌসুমীর সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুললেন ওমর সানী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *