গেলো বেশ কিছু দিন ধরেই বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান দুই কেন্দ্রীয় নেতার নামে সারা দেশে নানা ধরনের আলোচনা সমালোচনা আর অভিযোগ উঠছে। আর এ নিয়ে বেশ বিব্রত হয়েছে দলটিও। তবে এবার জানা গেলো নতুন খবর সম্মেলন না করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগকে সাংগঠনিক জেলা, উপজেলা কমিটি না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার ছাত্রলীগকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম নিশ্চিত করেছেন।
বাহাউদ্দিন নাশিম বলেন, এটা আমাদের ও ছাত্রলীগের অভিভাবকের (শেখ হাসিনা) নির্দেশ। আমরা সে বিষয়ে যোগাযোগ করেছি।
ছাত্রলীগের দায়িত্বে থাকা এই আওয়ামী লীগ নেতা বলেন, ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে ইতোমধ্যে জানানো হয়েছে যে জেলা, বিশ্ববিদ্যালয় ও উপজেলা কমিটিতে সম্মেলন হয়নি তাদের নতুন করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি করা যাবে না। তিনি বলেন, আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন থেকে আমরা ভালো কিছু আশা করছি।
তবে এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক ভক্তি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
আগামী ৩ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তারিখের ঘোষণা গত ৪ নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগকে জানানো হয়। এরপর গত ৭ নভেম্বর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটটি জেলার কমিটি ঘোষণা করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এদিকে ছাত্রলীগের রীতি অনুযায়ী কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন হয়। তারই ধারাবাহিকতায় এবারও তা করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বাহাউদ্দিন নাছিম আজকের পত্রিকাকে বলেন, এটি প্রক্রিয়াধীন, সম্মেলন হবে। এগুলো বাদ যায় না। সম্মেলন বন্ধ হবে না।
প্রসঙ্গত, ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেলেও এখন সেই মেয়াদউত্তীর্ণ নেতারা রয়েছেন ক্ষমতার মসনদে। আর এর প্রধান কারন হলো সম্মেলন না হওয়া। জানা গেছে খুব শিগ্রই সম্মেলন করে ঠিক করে দেয়া হবে এসব।