সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের খলনায়ক ডিপজল এর ছেলের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানকে থাপ্পড় দেন চিত্রনায়ক ওমর সানি। আর এই ঘটনাটি নিয়ে বেশ কিছুদিন ধরে মিডিয়া জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে এ বিষয়ে বড় ধরনের ঝড় উঠলেও তেমন কোনো কিছুই বলতে রাজি হননি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তবে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের প্রতি একটাই অনুরোধ জানিয়ে বলেছেন, সবাই সংযমী আচরণ করুন।
গত কয়েকদিন ধরেই চলছে জায়েদ খান ও ওমর সানির চড় কান্ড নিয়ে আলোচনা। আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও মুখ খুলতে রাজি হননি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তবে শিল্পীদের সংযত মনোভাব দেখানোর আহ্বান জানান তিনি।
ইলিয়াস কাঞ্চন চান সিনেমার বিষয়ে আলোচনা হোক। আলোচনা করা হোক কিভাবে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আগের স্বর্ণযুগে ফিরিয়ে নেওয়া যায়। এদিকে খবর কোরবানী ঈদে মুক্তি পাবে জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দিন: দ্য ডে’।
ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশন থ্রিলার সিনেমাটির ব্যবসা সফলতা নিয়ে আশাবাদী তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এবার সেই সিনেমা নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, অনন্ত বানালো, আর এটা শুধু তার হয়ে গেল, এটা নয়।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন।
সেখানে তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন, আমি আমার কথা রাখার চেষ্টা করি। এই পর্যন্ত আমি তাই করে আসছি। সম্প্রতি অনন্ত জলিলের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একটা স্লোগান দিয়েছিলাম আজ থেকে আমার সবাই বলবো আমাদের সিনেমা। কিংবা এই তালাশ শুধু যারা বানিয়েছে, কাজ করেছে তাদের একার নয়। প্রতিটি সিনেমা আমাদের সকলের। এই শ্লোগানটা হৃদয় থেকে নিতে পারলে অন্তত সবাইকে একটা শুভ কামনা অন্তত জানাবো সবাই।’
৩৫০ টিরও বেশি চলচ্চিত্রের এই অভিনেতা বলেন, “এবং যদি সময় থাকে তবে আমি সমস্ত নতুন চলচ্চিত্র সিনেমা নিয়ে যারা আসছে তাদের সহায়তা করব।” আমাদের সবাইকে সিনেমা, সিনেমা হল, দর্শকের দায় দায়িত্ব নিতে হবে। আশা করছি তাহলে সিনেমার আবারও সোনালী যুগ ফিরে আসবে।’ আশা করি তখন সিনেমার স্বর্ণযুগ ফিরে আসবে।’
চলমান সানি-জায়েদ দ্বন্দ্ব সম্পর্কে জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, “আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি শুধু এতটুকুই বলবো আপনাদের নিকট আমার অনুরোধ, চলাফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হন।’
উল্লেখ্য, শিল্পী সমিতির নির্বাচনের পর জায়েদ খান এবং ওমর সানির ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। তাদের দুজনের মধ্যে এই ঘটনা আর সীমাবদ্ধ নেই। এর মধ্যে এসেছে ওমর সানির স্ত্রী চিত্রনায়িকা মৌসুমির বিষয়টিও। তাকে ঘিরেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। কিন্তু মৌসুমী জায়েদ খানের পক্ষ নিয়েই কথা বলেন।