নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামীলীগকে ক্ষমতা থেকে হটাতে বিরোধী দল বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের মাধ্যমে ঐক্যেমতে পৌঁছে বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তবে জামাত বিএনপির জোট ত্যাগ করায় ঘোষনা করায় রাজনীতি ভিন্ন এক মোড় নেওয়ার সম্ভবনা তৈরী হয়েছে। অনেকের প্রশ্ন জামাত কি আওয়ামীলীগের সাথে সমঝোতা করবে না নিজ অবস্থানে থাকবে। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল পাঠকদে জন্য নিচে দেওয়া হল।
জামাত বিএনপির জোট ত্যাগ করেছে। প্রশ্ন হচ্ছে, অতীতের মতো আওয়ামী লীগের সাথে সমঝোতা হলে জামায়াত কি আর তাহলে ‘মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী’ থাকবে লীগের চোখে? আপনার কি ধারনা?
প্রসঙ্গত, জামাত বিএনপি জোট ত্যাগে করেছে সে যদি আওয়ামীলীগের সাথে সমঝোতায় আসে তাহলে কি তাদের যুদ্ধাপরাধী যে তকমা তাদের দেওয়া হয়েছে সেটি তাহলে মুছে যাবে প্রশ্ন ড. আসিফ নজরুলের। তবে দেশের রাজনীতিতে ভিন্ন পরিবেশ তৈরী করতে চায় আওয়ামীলীগ বলে জানান তিনি।