Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / অজয়ের সঙ্গে ঝামেলা, অবশেষে শাহরুখ খানের জবাব

অজয়ের সঙ্গে ঝামেলা, অবশেষে শাহরুখ খানের জবাব

বলিউডের তারকা নায়ক শাহরুখ খানের সঙ্গে অসংখ্য অভিনেতা-অভিনেত্রীর ভালো সম্পর্ক রয়েছে। এই তারকা নায়কের সঙ্গে জুটি বেধে অসংখ্য নায়িকা একই সিনেমায় অভিনয় করেছেন। তবে প্রায় সময় সংবাদ প্রকাশ পেয়েছে যে এই তারকা নায়কের সঙ্গে অন্য অভিনেতার ঝামেলা হয়েছে। তবে এই সকল সংবাদে প্রভাবিত হননি এই তারকা নায়ক। সম্প্রতি এই তারকা নায়ককে গণমাধ্যমের কর্মি এক প্রশ্ন করেন যে অজয়ের সঙ্গে ঝামেলা রয়েছে তা সঠিক কিনা। অবশেষে এর জনাব দিয়েছেন শাহরুখ খান।

২০১২ সালে এসআরকের চলচ্চিত্র ‘জাব তাক হ্যায় জান’ এবং অজয় ​​দেবগন অভিনীত ছবি ‘সন অফ সরদার’ একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিলো। সেসময় শাহরুখের সিনেমার প্রচারণা নিয়ে আপত্তি তুলেছিলেন অজয়।

তিনি ‘জাব তাক হ্যায় জান’র প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের বিরুদ্ধে সিসিআইতে একটি মামলা দায়ের করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিলো যে যশরাজ ফিল্মস তাদের সিনেমার প্রচারের জন্য অন্যায় উপায়ে ব্যবহার করেছেন। তবে সিসিআই সেই সময় অজয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।

এর দিন কয়েক পর এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক যশরাজ ফিল্মস এবং অজয় ​​দেবগনের মধ্যে আইনি লড়াইয়ের বিষয়ে শাহরুখ খানের মতামত জানার চেষ্টা করেছিলেন। এই প্রতিবেদক আরও জিজ্ঞাসা করেছিলেন যে অজয় ​​দেবগনের সাথে তার কোনো শত্রুতা রয়েছে কি না?

জবাবে শাহরুখ প্রথমে তাকে জিজ্ঞাসা করেন, সাংবাদিক কত বছর ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন? তিনি বলেন, ‘আমি ৩ বছর ধরে এই পেশায় যুক্ত রয়েছি।’

এরপর শাহরুখ বলেন, ‘প্রথমেই বলে নিচ্ছি ব্যক্তিগত জীবনে আমি খুবই সত্যবাদী। আমি মনে করি বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে আপনার আরো একটু উন্নতি করতে হবে। আমি আপনাদের প্রতিবেদন পড়েছি কিন্তু আমি তা বিশ্বাস করিনি। আমি আসলে আলোচনা-সমালোচনা দিয়ে জীবন যাপন করি না।’

উল্লেখ্য, এই তারকা নায়ক ব্যক্তিগত জীবনে বেশ রসিক মানুষ। তার সেন্স অব হিউমারও অনেক ভালো। এমনকি তিনি সাংবাদিকদের নানা প্রশ্নে মজার মজার উত্তর দেন। আর তেমনি তাকে অজয়ের সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এই উত্তর দেন। তিনি তার জীবনে সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। আর আজয়ের সঙ্গে তার কোনো ঝামেলা হয়নি বোলে বোঝান তিনি।

About

Check Also

হাসিনাকে মা ডেকে জমি পায়নি, এবার ড. ইউনূস’কে বাবা ডাকতে রাজি জয়

মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *