প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিচারিক প্রহসন বন্ধের আহ্বান জানিয়ে অজ্ঞাতস্থান থেকে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এই যৌথ বিবৃতিতে তারা বলেন, “অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সরকারের নির্দেশনায় পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রহসনের তামাশা শুরু হয়েছে। জনগণের আশ্রয়স্থল শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেবে না বাংলাদেশের মানুষ। ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ যে, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এসব অপচেষ্টা রুখে দেওয়া হবে।”
তারা আরও বলেন, “কোটা আন্দোলনের সময় শান্তিপূর্ণ সমাধানের পথে না গিয়ে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী গোষ্ঠী তাণ্ডব পরিচালনা করেছিল। এই তাণ্ডবে জড়িতদের বিরুদ্ধে মামলা না করার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা ছাত্রসমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আইনকে উপেক্ষা করে অপরাধীদের মুক্তি দেওয়া, বিচার ব্যবস্থায় নগ্ন হস্তক্ষেপের উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট।”
বিবৃতিতে আরও বলা হয়, “শেখ হাসিনার সরকার অপরাধীদের চিহ্নিত করতে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং জাতিসংঘের সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু অবৈধ সরকার বিচারিক প্রক্রিয়া বন্ধ করে হত্যাকাণ্ডে জড়িতদের দায়মুক্তি দিতে চায়। পঁচাত্তরের খুনিরা যেমন ইনডেমনিটি পায়নি, তেমনই এখনো দায়মুক্তি দিয়ে খুনিদের রক্ষা করা যাবে না।”