এক সময়ের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মাঝে কাজ কমিয়ে দিয়েছিলেন। এরপর আবার ফিরেন এবং নিয়মিত হন। কম করলেও স্মরণীয় চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু আরও বৈচিত্র্যময় চরিত্রে তার অভিনয়ের ইচ্ছা অপূর্ণই রয়ে গেল। গতকাল সন্ধ্যায় আকস্মিকভাবে মারা যান এই অভিনেতা।
এক সাক্ষাৎকারে আহমেদ রুবেল বলেছিলেন, ‘আমি ক্যারিয়ারে কম সিনেমা-নাটকে অভিনয় করেছি। এর প্রধান কারণ, চরিত্রের ধরন বুঝে বেছে বেছে অভিনয় করেছি। বৈচিত্র্যময় চরিত্র ছাড়া কাজ করিনি। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করিনি। ভবিষ্যতেও অবশ্যই দর্শকেরা আরও বৈচিত্র্যময় চরিত্রে আমাকে দেখবেন।’
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিচালক নুরুল আলম আতিক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এদিন সন্ধ্যায় অভিনেতার ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। এই প্রদর্শনীতে অংশ নিতে আহমেদ রুবেল নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যান। নুরুল আলম আতিককে কমপ্লেক্সের লিফটে নিয়ে যাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন রুবেল। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ চলে যাওয়ায় নিজের সিনেমা দেখতে পারেননি।