আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্টু ও গ্রহনযোগ্য করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। যার কারনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে বলে জানায় সিইসি কাজী হাবিবুল আউয়াল। তবে নির্বাচন কমিশনের আমন্ত্রনে সাড়া দেয়নি বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশন নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই। কিন্তু নিরপেক্ষ সরকার অধীনে ছাড়া নির্বাচনে অংশগ্রহন করবে না বিএনপি। এবার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেষ্টার ব্যাপরে যা বললেন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টা অব্যাহত থাকবে। রোববার (২৪ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সবাই অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। এ জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সমর্থন ও সহায়তা প্রয়োজন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর শরীয়ত (চেয়ারম্যান) মাওলানা আতাউল্লাহ হাফেজীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। এতে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত।
প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে সকল ধরনের উদ্যোগের কথা জানালেন (সিইসি)কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সকল দলের অংশগ্রহনে গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।