Sunday , February 16 2025
Home / National / ২৩ আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা (তালিকা সহ)

২৩ আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা (তালিকা সহ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। টাঙ্গাইলে ৮টি, নেত্রকোনার ৫টি এবং ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ১০টি আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের উবাই পার্কে আয়োজিত নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী এই তালিকা ঘোষণা করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

রোববার দুপুরে তালিকার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ। তিনি জানান, স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে কেন্দ্রীয় জামায়াত সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে এখনো প্রার্থী নির্ধারণ হয়নি।

টাঙ্গাইলে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ মন্তাজ আলী (টাঙ্গাইল-১), হুমায়ূন কবীর (টাঙ্গাইল-২), হুসনে মোবরক বাবুল (টাঙ্গাইল-৩), প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-৪), আহসান হাবীব মাসুদ (টাঙ্গাইল-৫), শফিকুল ইসলাম খান (টাঙ্গাইল-৬), অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার (টাঙ্গাইল-৭) এবং ডাক্তার আব্দুল হামিদ (টাঙ্গাইল-৮)।

নেত্রকোনার প্রার্থীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মাওলানা আবুল হাশেম (নেত্রকোনা-১), অধ্যাপক মাওলানা এনামূল হক (নেত্রকোনা-২), দেলাওয়ার হোসেন সাইফুল (নেত্রকোনা-৩), অধ্যাপক আল হেলাল তালুকদার (নেত্রকোনা-৪) এবং অধ্যাপক মাসুম মোস্তফা (নেত্রকোনা-৫)।

ময়মনসিংহে মনোনীত প্রার্থীরা হলেন মাহফুজুর রহমান (ময়মনসিংহ-১), মাহবুব মণ্ডল (ময়মনসিংহ-২), মাওলানা বদরুজ্জামান (ময়মনসিংহ-৩), কামরুল হাসান (ময়মনসিংহ-৪), মতিউর রহমান আকন্দ (ময়মনসিংহ-৫), কামরুল হাসান (ময়মনসিংহ-৬), আসাদুজ্জামান (ময়মনসিংহ-৭), মঞ্জুরুল হক (ময়মনসিংহ-৮), ইসমাইল হোসেন (ময়মনসিংহ-১০) এবং সাইফ উল্লাহ পাঠান (ময়মনসিংহ-১১)।

দলীয় সূত্র জানিয়েছে, ঘোষিত প্রার্থীরা মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করবেন এবং দলীয় নেতাকর্মীরাও নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকবেন।

About Nasimul Islam

Check Also

বনে-জঙ্গলে না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মারা ‘ডেভিলদের’ আগে ধরুন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন চালানো হলেও বনে-জঙ্গলে নয়, বরং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *