মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে।
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ২৭ জানুয়ারি মোদির সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ওই আলোচনায় অভিবাসন, যুক্তরাষ্ট্রের তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত, অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। ভারত ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় এবং মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প আগে দিয়েছিলেন, তা এড়ানোর চেষ্টা করছে।
ক্ষমতায় ফেরার পর ট্রাম্প ইতোমধ্যে চীন, মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এদিকে, মোদি সরকার চায়, যুক্তরাষ্ট্রে ভারতীয় দক্ষ শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হোক।
এমন পরিস্থিতিতে মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফরে এই সব বিষয় নিয়েই দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং মাত্র এক সপ্তাহ পর, ২৭ জানুয়ারি তিনি মোদির সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে ভারত-মার্কিন সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন উভয় নেতা এবং পারস্পরিক অংশীদারত্ব আরও দৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।