Friday , January 17 2025
Home / Entertainment / স্বামী না থাকলে তার অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয় : শিল্পা শেঠি

স্বামী না থাকলে তার অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয় : শিল্পা শেঠি

বলিউডে এখন নায়িকা শিল্পা শেঠির স্বামীর কর্মকান্ড নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এই নায়িকার স্বামীকে নী”ল ছবি বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়। এমনকি তার ফোন থেকে একাধিক নী”ল ছবি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নায়িকা শিল্পা শেঠির স্বামীকে গ্রেফতরা করার পর তাকেও বেশ বিপাকে পড়তে হয়। এমনকি তার পরিবার নিয়েও অনেকে নানা রকম প্রশ্ন তোলেন। অবশেষে নায়িকা শিল্পা শেঠি বেশ কিছু বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন স্বামী না থাকলে তার অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয়।

সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন শিল্পা শেঠি। একেবারে অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। ১৮ আগস্ট (বুধবার) আবার যোগ দিলেন কাজে। ডান্স রিয়েলিটি শো-র সেটে তার দেখা মিলল। প্রসঙ্গত, সনি টিভির পক্ষ থেকে ইতিমধ্যেই ‘সুপার ডান্সার ৪’-এর সেই পর্বের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবন নিয়ে একটি ছোট্ট ডান্স পারফর্মেন্সে মাতিয়ে দিয়েছেন এক প্রতিযোগী। যা দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শিল্পা। কোনওরকমে নিজেকে সামলে এরপর মুখ খোলেন এই বলি-তারকা।

রীতিমতো উঁচু গলায় হু”ঙ্কা”র দিয়ে বলেন, ‘এখনও ঝাঁসির রানির গল্প গাঁথা শুনলেই কেন জানি আমার চোখের সামনে আমাদের সমাজের চেহারাটা ভালো করে ফুটে ওঠে। নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়, স্বামী না থাকলে তার অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয়। রানির গল্প আমাদের লড়াইয়ের শক্তি দেয়, ঐতিহাসিক এই চরিত্র আমাদের হার মানতে বাধা দেয়।’

এদিকে নেটিজেনদের এক বড় অংশের মতে, বর্তমানে পরিস্থিতি নীরিখের বিচারে কোথাও গিয়ে রানির জীবন যু”দ্ধে লড়াইয়ের সঙ্গে নিজের জীবনকেও খুঁজে পেয়েছেন শিল্পা।

উল্লেখ্য, এই তারকা নায়িকার স্বামীর কর্মকান্ডের ঘটনার প্রভাব স্বাভাবিকভাবেই তার কাধে এসেছে। অনেকে অভিযোগ করেন তার স্বামীর কর্মকান্ডের ঘটনার সঙ্গে হয়তো সেও জড়িত রয়েছে। এছাড়া অনেকে তার পুরো পরিবারকে দোষারোপ করেন। তবে বর্তমানে এই বলিউড তারকা আবারো ঘুরে দাঁড়াচ্ছে। তিনি ফের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। তবে তার স্বামীর কর্মকান্ড নিয়ে এখনো বেশ আলোচনা সমালোচনা চলছে।

About

Check Also

তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই

সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *