Saturday , December 21 2024
Breaking News
Home / Entertainment / সে তো ‘নীল ভিডিও’ করে না, তার সঙ্গে স্ক্রিন শেয়ার না করার কিছু নেই: মিশা

সে তো ‘নীল ভিডিও’ করে না, তার সঙ্গে স্ক্রিন শেয়ার না করার কিছু নেই: মিশা

সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই আলোচিত ও সমালোচিত ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম এক নাম ‘হিরো আলম’। যদিও পারিবারিকভাবে তার নাম রাখা হয় ‘আশরাফুল আলম সাঈদ’। তবে সময়ের ব্যবধানে মিডিয়ার সঙ্গে জড়িয়ে ‘হিরো আলম’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। তবে সম্প্রতি রবীন্দ্রসংগীত গাওয়া নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছে তাকে।

জানা যায়, বিকৃতভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অভিযোগে হিরো আলমকে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ডাকা হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর থেকে আবারও আলোচনায় তার নাম। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি। এ কে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ড হিরো আলমের সংবাদ প্রচার করে।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘হিরো আলম জানেন কীভাবে নিজেকে ফোকাসে আনতে হয়। তিনি অবশ্যই একজন প্রতিভাবা। এখন তা আন্তর্জাতিক হয়ে উঠেছে।

হিরো আলম অভিনয় করছে, পর্নোগ্রাফি না : মিশা সওদাগর

হিরো আলমের সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘তার (হিরো আলম) সঙ্গে স্ক্রিন শেয়ার না করার কিছু নেই। সে মানুষ। চরিত্রটি ভালো লাগলে অবশ্যই করব। সেখানে আর কে কে অভিনয় করছেন দেখব। সে (হিরো আলম) তো অভিনয় করছে, প”র্নো”গ্রা’ফি করে না।’

গুগল সার্চে বাংলাদেশের শীর্ষ তারকা হিরো আলম। এ বিষয়ে প্রশ্ন করা হলে মিশা সওদাগর বলেন, বাংলাদেশের শীর্ষ তারকা বললে অবশ্যই বিব্রতকর।

তবে রবীন্দ্রসংগীত গাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হওয়ার একপর্যায়ে সকলের কাছে ক্ষমাও চাইতে দেখা যায় হিরো আলমকে। এমনকি আর কখনও রবীন্দ্রসংগীত গাইবেন না বলেও দাবি করেন তিনি।

About Rasel Khalifa

Check Also

মা*দককাণ্ডে তিন শীর্ষ নাট্যাভিনেত্রীর নাম

দেশের শোবিজ অঙ্গনে মাদক সংক্রান্ত এক ঘটনায় শীর্ষস্থানীয় নাট্যাভিনেত্রী ও মডেলদের নাম উঠে এসেছে। জনপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *