Friday , January 17 2025
Home / Entertainment / সুন্দর ও সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি: বুবলী

সুন্দর ও সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি: বুবলী

শোবিজ অঙ্গনের সুপরিচিত এবং জনপ্রিয় চেনা মুখ বুবলী। তিনি “বসগিরি” সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের রুপালী পর্দায় যাত্রা শুরু করেন। অবশ্যে অভিনয় জগতে প্রবেশের পূর্বে তিনি বাংলাদেশের স্বনামধন্য এক বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠীকা হিসেবে কাজ করেছেন। অবশ্যে বর্তমান সময়ে তিনি সিনেমার পাশাপাশি শীরর ফিট রাখতে যোগব্যায়াম নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বুবলী চলচ্চিত্রের কাজের বাইরে সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। প্রায়ই নিত্যনতুন আপডেট নিয়ে হাজির হন। এবার নিজেকে ফিট রাখতে যোগব্যায়ামে ব্যস্ত বুবলী ধরা দিলেন ফেসবুক ওয়ালে। আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেইজে যোগব্যায়ামের বেশকিছু ছবি প্রকাশ করেছেন বুবলী। এতে কালো পোশাকে যোগের আসনে পোজ দিতে দেখা যাচ্ছে তাকে। যার ক্যাপশনে লিখেছেন, ‘ডেটিং উইথ ইয়োগা।’ জানা গেছে, সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত যোগব্যায়াম করেন ‘বীর’খ্যাত এই নায়িকা। এর আগে যোগব্যায়াম নিয়ে এক সাক্ষাৎকারে বুবলী জানান, জিমে ভর্তি হওয়ার পর যোগব্যায়ামের প্রায় ১৪টি আসন শিখেছেন তিনি। সুন্দর ও সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি। আর তাই মনকে প্রফুল্ল রাখতে ও ফিট থাকতে প্রতিদিন নিয়মিত এক ঘণ্টা করে যোগব্যায়াম করেন তিনি।

স্বল্প সময়ে বাংলাদেশের বিনোদন জগতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী। তার অভিনীত সিনেমা দর্শক মাঝে বেশ প্রসংশিত হয়েছে। বর্তমান সময়ে এই অভিনেত্রীর রয়েছে অসংখ্য ভক্ত এবং অনুরাগী।

About

Check Also

তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই

সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *