বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে ধারণা করছে মুম্বাই পুলিশ। রবিবার ভোরে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়।
মুম্বাই শহরের কেন্দ্র থেকে ৩৫ কিলোমিটার দূরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আটককৃত ব্যক্তি বিভিন্ন সময়ে নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস এবং বিজে নামে পরিচয় দিতেন। একসময় তিনি থানেতে একটি পানশালায় কাজ করতেন।
মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, শেহজাদ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি পাঁচ থেকে ছয় মাস আগে ভারতে আসেন এবং মুম্বাইয়ে বসবাস শুরু করেন। পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, “তার কাছে কোনো বৈধ ভারতীয় নথি পাওয়া যায়নি। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি যে তিনি বাংলাদেশি নাগরিক। তদন্ত চলমান রয়েছে, এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, “আটকের সময় তার কাছ থেকে এমন কিছু জিনিস উদ্ধার করা হয়েছে, যা থেকে স্পষ্ট যে তিনি বাংলাদেশের নাগরিক। ভারতে প্রবেশের পর তিনি নিজের পরিচয় পাল্টে বিজয় দাস নামে পরিচিতি লাভ করেন এবং মুম্বাইয়ে প্রায় চার মাস ধরে বসবাস করছেন।”
গত বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে সাইফ আলি খানের ওপর এই হামলার ঘটনা ঘটে। তাকে ছুরি দিয়ে ছয়বার কোপানো হয়। গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে সাইফ আলি খান আশঙ্কামুক্ত রয়েছেন।