Tuesday , February 11 2025
Breaking News
Home / Entertainment / সব টাকা মা নিয়ে নেয়, আমি শুধু নামেই নবাব: সাইফ আলি

সব টাকা মা নিয়ে নেয়, আমি শুধু নামেই নবাব: সাইফ আলি

বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম একজন সাইফ আলি খান। তিনি অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। এবং তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে বলিউডের একজন সফল অভিনেতা হিসেবে। অবশ্যে বলিউডের সেরা অভিনেতার পাশাপাশি তার আরও একটি বিশেষ পরিচয় রয়েছে। তিনি পতৌদির নবাব। সম্প্রতি তিনি তার নবাবি প্রসঙ্গে বেশ কিছু কথা জানিয়েছেন।

অভিনেতা হওয়ার পাশাপাশি বলিউড তারকা সাইফ আলি খান পতৌদির নবাবও। নবাবিয়ানা এখন আর সেই অর্থে না থাকলেও পৈতৃক সূত্রে আজও বিস্তর জমিজমা এবং একটি বিলাসবহুল প্রাসাদের মালিক সাইফ। যদিও এই সম্পত্তির লিজ মেটাতে মোটা টাকা গুণতে হয়েছিল তাকে। পতৌদি প্যালেসের বর্তমান বাজারদর ৮০০ কোটি টাকা! কয়েক দিন আগে ওয়েব সিরিজ ‘ভূ/ত পু/লি/শ’ সম্পর্কে কথা বলতে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন সাইফ আলি খান। সঙ্গী ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ ও ইয়ামি গৌতম। সম্প্রতি সেই এপিসোডের ‘আনসেন্সরড’ ভার্সন প্রকাশ্যে এনেছেন কপিল শর্মা। সেই ভিডিওতে পতৌদি পরিবারের এক রহস্য ফাঁ/স করেছেন সাইফ।

আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘ভূ/ত পু/লি/শ’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এই তারকা। সিরিজটির শুটিং হয়েছে সাইফের মালিকানাধীন পতৌদি প্যালেসে। তাই কপিল সরাসরি প্রশ্ন করেন, ‘এই সিরিজে অভিনয় করে বেশি টাকা কামিয়েছেন, নাকি প্রাসাদ ভাড়া দিয়ে?’ সইফ জবাবে জানান, ‘দুটোই। কিন্তু ভাড়ার সব টাকা মা নিয়ে নেয়। আমি শুধু নামেই সাইফের চোখ ধাঁধানো পতৌদি প্যালেসে প্রায়ই বিভিন্ন সিনেমা ও সিরিজের শুটিং হয়ে থাকে। তবে রাজপ্রাসাদের ভেতরে কোনোদিন শুটিংয়ের অনুমতি দেন না ছোট নবাব। কিন্তু এই সিরিজটির জন্য প্রথমবার নিয়ম বদলেছিলেন তিনি।

প্রসঙ্গত, ভারতের হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত পতৌদি প্যালেস।সাইফ আলি খানের পূর্বপুরুষরা সেখানকার নবাব ছিলেন। তবে বর্তমান সময়ে রাজপাট না থাকলেও ওখানকার মানুষের কাছে আজও নবাব বলেই পরিচিত সাইফ আলি খান। অন্যদিকে, বলিউডেও তিনি ‘ছোটে নবাব’ বলে বেশ পরিচিত।

About

Check Also

গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

বাংলা সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ এক বছর পর মঞ্চে ফিরে এলেও গান পরিবেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *