Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / সবার নাম ফাঁস করে দেবেন অভিনেত্রী পূর্ণিমা, বললেন কিছুদিন অপেক্ষা করেন

সবার নাম ফাঁস করে দেবেন অভিনেত্রী পূর্ণিমা, বললেন কিছুদিন অপেক্ষা করেন

চলচ্চিত্র জগতের পলিটিক্সের কারণে চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। শিগগিরই এ বিষয়ে মুখ খুলবেন তিনি। ক্যারিয়ারের ২৫ বছরের মাথায় এ অভিনেত্রীর এমন মন্তব্য চলচ্চিত্র জগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পূর্ণিমা জানান, বিষয়টি নিয়ে আমি আলাদা একটা অনুষ্ঠান করব। সেখানেই সব বলব। আমি কেন পলিটিক্সের শিকার হয়েছি, আর কারা আমাকে এই পলিটিক্সের মধ্যে ফেলেছে? তাদের সবার নাম আমি বলব। এজন্য আপনাদের কদিন অপেক্ষা করতে হবে।

সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে পূর্ণিমা বলেন, চলচ্চিত্র কমে আসছে। অনেক শিল্পী বাড়িতেই বসে গেছেন। অনেক বড় শিল্পীর মৃত্যু হয়েছে।

নায়িকা বলেন, রাজনীতি তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই ছবির কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার! আমিও কয়েকটি ছবি থেকে বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে। কিছু বলার নেই। ছবি কমে গেছে। এফডিসিও এখন ছোট হয়ে আসছে।

বড় পর্দায় কাজ কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বড় পর্দায় যেসব চলচ্চিত্র হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে সেগুলো আমার সময় অনুযায়ী, আমার ২৫ বছরের ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার। সে রকম ভালো চরিত্রের অফার আসে না। সেজন্য আমি কাজগুলো কম করছি। যেসব ছবি হচ্ছে আমি হয়তো ম্যাচ করতে পারছি না।

ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে পূর্ণিমা বলেন, কিছু গল্প আছে, যেখানে কিছু আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে হবে। তবে ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে পারবো না।। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।

About Rasel Khalifa

Check Also

হাসিনাকে মা ডেকে জমি পায়নি, এবার ড. ইউনূস’কে বাবা ডাকতে রাজি জয়

মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *