Wednesday , January 15 2025
Breaking News
Home / Entertainment / শাকিব ও বুবলি ছবি পোস্ট করে এবার নতুন তথ্য আনলেন প্রকাশ্যে

শাকিব ও বুবলি ছবি পোস্ট করে এবার নতুন তথ্য আনলেন প্রকাশ্যে

তারকাদের জীবন মানেই বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা জড়িয়ে থাকা। এই চর্চা বিশ্বের সকল সিনেমা পাড়াতে হতে দেখা যায়। তার ব্যতিক্রম নয় ঢাকাই চলচ্চিত্র পাড়া। বাংলাদেশের বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় নায়ক শাকিব খান এবং অভিনেত্রী শবনম বুবলির প্রেম এবং বিয়ের বিষয় নিয়ে যে গুঞ্জন সেটা কোনো নতুন বিষয় নয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একই হোটেলের সামনে দুজনের ছবি প্রকাশ্যে আসার পর আবারো সেই গুঞ্জনে ইন্ধন জুগিয়েছে।
শবনম বুবলী গতকাল ইন্টারনেটে নিউইয়র্কের মাঝারি দামের, সীমিত-পরিষেবার হোটেলগুলির মধ্যে একটি ‘হিলটন গার্ডেন ইন’ এর সামনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, ক্যাপশন যোগ করেছেন, ‘থ্রোব্যাক যুক্তরাষ্ট্র অনেক স্মৃতির দেশ’।

আজ একই হোটেলের সামনে নিজের ছবি ইন্টারনেটে প্রকাশ করেছেন শাকিব খান। এরপর থেকে দুইয়ে দুইয়ে চার চার মেলাচ্ছেন ভক্তরা। তবে কি নিজেদের সম্পর্ক নিয়ে বার্তা দিলেন দুই তারকা? এমন জল্পনা সিনেমা পাড়ায়।

যদিও শাকিব-বুবলী নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। অভিনেত্রী বুবলী বরাবরই দাবি করেন, শাকিব খান তার অভিভাবকের মতো। যদিও অনেকবার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস দুজনকে নিয়ে নানা মন্তব্য করেছেন।

শাকিব এবং বুবলিকে নিয়ে যে গুন্জন সৃষ্টি হয়েছে সেটা শুধু গুঞ্জন নাকি অন্যকিছু, সেটা এখন সময়ই বলে দিবে। তবে গনমাধ্যমের সামনে কিছু বক্তব্য দিয়ে ভক্তদের অপেক্ষায় রেখেছেন অভিনেত্রী বুবলি। নাকি তাদের দুজনের করা পোস্টগুলো তাদের সাহসিকতাকে একধাপ এগিয়ে দিলো সেটাই এখন ভাবছে নেটিজেনরা।

About bisso Jit

Check Also

দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন রুনা খান

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার অভিনয় দক্ষতা এবং অসাধারণ চরিত্র উপস্থাপনার জন্য দর্শকদের হৃদয়ে জায়গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *