Saturday , November 9 2024
Breaking News
Home / Entertainment / শয্যার দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন কাজল

শয্যার দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন কাজল

বলিউড অভিনেত্রী কাজল তার অভিনয় জীবনে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। গল্পের ওপর নির্ভর করে বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এই গুণী অভিনেত্রী এবার মুখ খুললেন ‘শ্লীলতাহানি’ কিংবা ‘হেনস্তার’ দৃশ্যে অভিনয় করা নিয়ে। কাজল Netflix ফিল্ম অ্যাক্টরস রাউন্ড টেবিলে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি এমন মন্তব্য করেন। হিন্দুস্তান টাইমসের খবর।

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কাজল বলেন, যে দৃশ্যে আমার শ্লীলতাহানি করা হয় কিংবা আমাকে হেনস্তা করা হয়- সেরকম দৃশ্যে আমি যখন অভিনয় করি তখন আমার অস্বস্তি হয়। তবে অতীতে আমি এই ধরনের দৃশ্যে অভিনয় করেছি; আমি যে করিনি তা নয়। কিন্তু বিশ্বাস করুন, এগুলো খুবই বেদনাদায়ক অভিজ্ঞতা। নিজের অভিনয় দক্ষতা বোঝানোর জন্য ওই দৃশ্যের দরকার নেই।

তিনি আরও বলেন, “অভিনেত্রী হিসেবে, আমি যখন দৃশ্যটি করি, তখন আমি তা অনুভব করতে পারি। আমরা অবশ্যই অভিনেতা। তবে আমার ব্যক্তিগত বিশ্বাস ক্যামেরা মানুষের তৈরি একটা অদ্ভূত ম্যাজিক, যদি আপনি নিজের কাজের সঙ্গে সৎ না থাকেন, তাহলে ক্যামেরা তা ধরে ফেলে।

উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পেয়েছে কাজলের ‘লাস্ট স্টোরিজ টু’। এই নেটফ্লিক্স সিনেমায় কাজলকে বৈবাহিক ধ” র্ষণের শিকার হিসেবে দেখা গেছে। স্বামীর হাতেও শারীরিক নির্যা”তনের শিকার হন তিনি। কিন্তু কাজল সেই দৃশ্যগুলো পর্দায় চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তাছাড়া ‘বাজিগর’, ‘ইশক’, ‘দুশমন’ সিনেমায় তাকে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।

About bisso Jit

Check Also

একই মামলার আসামি হলেন অপু বিশ্বাস-হিরো আলম

চিত্রনায়িকা অপু বিশ্বাস, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, এবং জাহিদুল ইসলাম আপনকে আসামি করে মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *