Tuesday , December 3 2024
Breaking News
Home / Countrywide / ‘যে মন্ত্রীর ৬৪০ টি বাড়ি শুধু ইংল্যান্ডে সেই মন্ত্রীর গডফাদার খুনি হাসিনার বাড়ি কয়টা’

‘যে মন্ত্রীর ৬৪০ টি বাড়ি শুধু ইংল্যান্ডে সেই মন্ত্রীর গডফাদার খুনি হাসিনার বাড়ি কয়টা’

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ মাসুদ সাঈদী শুক্রবার (২৯ নভেম্বর) নাজিরপুর উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাটিভাংগা ইউনিয়ন জামায়াতের সম্মেলনে এক বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না আমরা। মনে রাখবেন ষড়যন্ত্র কিন্তু আওয়ামী লীগের নাম ব্যবহার করে হয়। কিন্তু ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে না, সুতার নাটাই কিন্তু মোদির হাতে, আর হাসিনা তার পুতুল মাত্র। সুতরাং ওই সুতার টানে নাচে যে হাসিনা, ওই হাসিনার কথায় বাংলাদেশ আর চলবে না।

তিনি আরও বলেন, “আমরা একটি ইসলামিক কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চাই। এর জন্য প্রয়োজন সৎ ও যোগ্য নাগরিকদের। অসৎ হলে রাষ্ট্র চালানো সম্ভব নয়, কারণ তখন লুটপাট করে কানাডার বেগমপাড়ায় বাড়ি বানানোর প্রবণতা দেখা দেয়। আপনি যদি সৎ হন, যোগ্যতা না থাকে, আবার যদি যোগ্যতা না থাকে, কিন্তু সৎ হন তাহলে রাষ্ট্র চালাতে পারবেন না। কারণ অসৎ হলে আপনি লুটপাট করে ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাবেন। আমরা দেখেছি এই হাসিনা সরকারের একজন মন্ত্রীর বিদেশে কিছু বাড়ি পাওয়া গেছে। নাম তার সাইফুজ্জামান, তিনি ভূমি মন্ত্রী ছিলেন, ইংল্যান্ডে তার বাড়ি পাওয়া গেছে ৬৪০টি। যে মন্ত্রীর ৬৪০ টি বাড়ি শুধু ইংল্যান্ডে সেই মন্ত্রীর গডফাদার খুনি হাসিনার বাড়ি কয়টা।

তিনি আরও অভিযোগ করেন, “হাসিনা নিজেই একবার বলেছিলেন, তার বাড়ির কাজের লোক ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া তিনি চলাফেরা করেন না। এটি প্রমাণ করে, তারা বাংলাদেশকে কীভাবে লুটপাট করেছে, তার সাক্ষী দেশের জনগণ।”

সম্মেলনে সভাপতিত্ব করেন মাটিভাংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা এস এম আবু দাউদ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জিয়ানগর উপজেলার সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিনসহ আরও অনেকে।

About Nasimul Islam

Check Also

‘ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল’

ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *