Friday , January 3 2025
Breaking News
Home / National / যে কারনে ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠাল তিন দেশ

যে কারনে ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠাল তিন দেশ

তাদের কেউ কেউ উন্নত জীবনের আশায় উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ থেকে সাইপ্রাস, গ্রিস ও ফ্রান্সে পাড়ি জমান। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে সাইপ্রাস N05091 (নর্স এয়ার) এর একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জি টু জি কর্মসূচির আওতায় তারা দেশে ফিরেছেন।

ফিরে আসাদের মধ্যে সাইপ্রাসের ১৬ জন, গ্রিসের ১৪ জন এবং ফ্রান্সের ২১ জন রয়েছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) তাদের 50 ইউরো (6000 টাকা) প্রদান করবে বলে জানা গেছে। এর আগে গত ১৮ জানুয়ারি আইওএম-এর সহায়তায় লিবিয়া থেকে পাচারের শিকার ১৩১ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এসব তথ্য জানিয়েছে।

এপিবিএনের পুলিশ সুপার (মানব পাচার সেল) একেএম আকতারুজ্জামান যুগান্তরকে বলেন, মানব পাচার প্রতিরোধে এপিবিএনের নবগঠিত টিআইপি সেল ও বিমানবন্দর ইউনিট যৌথভাবে তাদের গ্রহণ করেছে। ফেরত আসাদের সঙ্গে কথা বলে আরও আইনি সহায়তা দেওয়া হবে।

এপিবিএন সূত্র জানায়, সাইপ্রাস থেকে ফেরত আসাদের বেশির ভাগই শিক্ষার্থী। তারা বলেছেন, কাগজপত্র ঠিকমতো পরিচালনা করতে না পারায় তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন। এছাড়া ফ্রান্স ও গ্রিস থেকে ফেরত আসা ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সেখানে ছিলেন। তাদের কিছু কাগজপত্রের অভাব ছিল। ফলে সে দেশের সরকার জোর করে তাদের ফেরত পাঠায়।

About Zahid Hasan

Check Also

মারা যায়নি আবু সাঈদ, আছেন ফ্রান্সে রনির এমন মন্তব্যে নিয়ে যা জানা গেল

সম্প্রতি টিকটকে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও শেয়ার করা হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *