Monday , January 6 2025
Breaking News
Home / Entertainment / মনে মনে চিন্তা করেছি সত্যি হতেও পারে, ভাগ্যে যা ছিল তাই হলো: মিথিলা

মনে মনে চিন্তা করেছি সত্যি হতেও পারে, ভাগ্যে যা ছিল তাই হলো: মিথিলা

শোবিজ অঙ্গনের জনপ্রিয় চেনা মুখ রাফিয়াত রশিদ মিথিলা। ভারতের পশ্চিবঙ্গের চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জিকে বিবহ বন্ধনে আবদ্ধ হয়ে বেশ কিছু দিন ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনায় ছিলেন। তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতেও বেশ পরিচিত হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি স্বামী সৃজিত মুখার্জিকে নিয়ে কিছু কথা তুলে ধরলেন।

সৃজিত মুখার্জি কলকাতার এতো বড় মাপের পরিচালক তা আমার ধারণাতেই ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মিথিলা এ কথা জানিয়েছেন। এ সময় মিথিলা বলেন, সৃজিতের সাথে যখন কথা শুরু হয়, তখন ফেসবুকে সাধারণভাবেই কথা বলতেন তারা। কখনও ভাবেননি তাদের সম্পর্কটা পাকাপোক্ত হতে যাচ্ছে। সৃজিতই মিথিলাকে ফেসবুকে নক করেছেন জানিয়ে মিথিলা আরও বলেন, সৃজিতের ফেসবুকে আমার আইডির সাজেশন যাচ্ছিল। তখন নাকি সৃজিত একটু আগ্রহ দেখিয়েছিল। প্রথম যখন আমাকে হাই বলে, তখন আমি চিনতে চাইলাম লোকটা কে? কমনফ্রেন্ড কে কে আছে? আর তার প্রোফাইলটা ভেরিফায়েডও ছিল না। আসলেই হাই বলা মানুষটি সৃজিত কি না, সেটাও বোঝার অপশন ছিল না। মনে মনে চিন্তা করেছি সত্যি হতেও পারে, আবার নাও হতে পারে। এরপর আমি রিপ্লাই দিলাম। তখন দেখলাম এটি আসলেই সৃজিতের প্রোফাইল। তারপর ভাগ্যে যা ছিল তাই হলো।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ডিসেম্বর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অবশ্যে এটি মিথিলার দ্বীতিয় বিবাহ। তার প্রথম পক্ষের এক কন্য সন্তান রয়েছে। বর্তমান সময়ে এই জনপ্রিয় অভিনেত্রী নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

About

Check Also

একদিকে সংসার গড়ল তাহসান, অন্যদিকে ভাঙার গুঞ্জন মিথিলার

২০১৭ সালে শোবিজের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎ তাদের বিচ্ছেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *