Wednesday , February 12 2025
Breaking News
Home / National / ভারতে পাচার ঠেকাতে ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধি, জানালেন নসরুল হামিদ

ভারতে পাচার ঠেকাতে ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধি, জানালেন নসরুল হামিদ

সম্প্রতি গত কয়েক মাস ধরেই অত্যধিক হারে বেশকিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে বিপাকে পড়েছে মানুষ। আর এই পরিস্থিতিতে এবার ডিজেল-কেরোসিনের দাম বেড়া যাওয়া যেন রীতিমতো মরার উপর খাড়ার ঘা। ইতিমধ্যে এর প্রতিবাদে অনির্দৃষ্টকালের জন্য যান চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক সমিতি।

তবে এদিকে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর কারন জামিনে আজ বৃহস্পতিবার (০৪ নেভম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভারতে পাচার ঠেকাতে বাধ্য হয়েই সরকার ডিজেল-কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার।

এ সময়ে তিনি আরও বলেন, বর্ধিত মূল্য বেশি দিন স্থায়ী হবে না। মূলত ভারতে পাচার ঠেকাতে বাধ্য হয়েই দাম বাড়িয়েছে সরকার।

তবে সরকারের এমন সিদ্ধান্ত রীতিমতো মেনে নিতে পারছে না চালকরা। সাময়িক-কালের জন্য যান চলাচল বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন তারা।

About

Check Also

ধানমন্ডি ৩২ থেকে নতুন রহস্য উন্মোচন করলো সিআইডি

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখান থেকে কিছু ‘হাড়গোড়’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *