Thursday , January 16 2025
Home / Entertainment / বোরকা পরা সেই তরুণীকে আই লাভ ইউ টু না বলে পারলেন না শাকিব খান

বোরকা পরা সেই তরুণীকে আই লাভ ইউ টু না বলে পারলেন না শাকিব খান

দীর্ঘ ৯ মাস পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন ঢালিউড কিং শাকিব খান। আর এই কারনেই তাকে বরণ করতে হাজারো ভক্তদের ঢল পড়ে যায় বিমান বন্দরে। এ দিকে সকাল ৮টা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিলেন এক তরুণী। বোরকা পরা তরুণী তার প্রিয় নায়ক শাকিব খানকে সরাসরি এক ঝলক দেখতে চান। ছোটবেলা থেকেই এই স্বপ্ন লালন করছিলেন তিনি।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে মেয়েটির স্বপ্ন পূরণ হয়। বিমানবন্দরে কাজ সেরে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর সাকিবের সঙ্গে দেখা করতে সক্ষম হন তিনি। সাক্ষাৎ শেষে আবেগে কেঁদেও ফেলেন তিনি।

ভিড় ঠেলে সাকিবের গাড়ির কাছে যান ওই তরুণী। বারবার ডাকছেন ‘শাকিব ভাইয়া’। শাকিবকে ‘আই লাভ ইউ’ বলে নিজের ভালোবাসা প্রকাশ করেন তিনি। এরপরই শাকিবের নজরে আসেন ওই তরুণী। শাকিবও তাকে বলেন, ‘আমিও তোমাকে ভালোবাসি’।

প্রিয় নায়কের এমন কথা শুনে অভিভূত হয়ে পড়েন ওই তরুণী। তিনি কাঁদতে কাঁদতে তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, “আমার জীবন সার্থক হয়েছে”।

এত ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন শাকিব খান। দেশে তার আগমন উৎসবে পরিণত হয়েছে তার ভক্তদের। যা দেখে তিনি অভিভূত হলেন। শিগগিরই ভক্তদের বড় চমক দেবেন বলে জানিয়েছেন তিনি। কিছু বড় খবর সবার জন্য অপেক্ষা করছে।

উল্লেখ্য, গেল বছরের নভেম্বরে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমান শাকিব খান। সেখানে গিয়ে তিনি গ্রীন কার্ডের আবেদন করেন দেশটিতে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরীকত্বও পেয়ে যান তিনি। এর মধ্যে নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন, মহরত করেন। যেখানে তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এছাড়া ‘মায়া’, ‘প্রিয়তমা’ ও ‘কবি’সহ বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে এগোবেন শাকিব খান

About Rasel Khalifa

Check Also

তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই

সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *