Friday , January 17 2025
Home / Entertainment / বিয়ে নিয়ে ফের কি বললেন সালমান খান

বিয়ে নিয়ে ফের কি বললেন সালমান খান

বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় সংবাদ মাধ্যমের শিরোনামে থাকেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতিমান অভিনেতা সালমান খান। যিনি কন্ঠশিল্পী হিসেবেও ভক্তদের মাঝে দারুন জনপ্রিয়তা পেয়েছেন। তবে ব্যক্তিগত জীবনে বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। জীবনে বহু প্রেমের সম্পর্কে জড়ালেও শেষমেষ টেকেনি কোনোটাই।

এদিকে গত শনিবার (২ অক্টোবর) শুরু হয়েছে সালমান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৫’। এই সিজনে অংশ নিয়েছেন গায়িকা আফসানা খান। তিনিই ভাইজানের কাছে জানতে চান, বিয়ে করবেন কবে?

জবাবে সালমান খান বলেন, আমি এটা বলব না যে, বিয়ে করার কিছু সময় বাকি আছে। বরং বলব কিছুটা সময় চলে গিয়েছে।

বিয়ের প্রসঙ্গের পর গায়িকা আফসানা আরও একটি প্রশ্ন করেন সালমানকে। সেটা ছিল, ‘আপনাকে ভাই ডাকা যাবে?’ উত্তরে সাল্লু বলেন, ‘অবশ্যই ডাকুন। কখনো কখনো আমার মনে হয়, আমি যেন গোটা দেশের ভাই হয়ে গেছি!’

 

বলিউডে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৮৮ সাল ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মধ্য দিয়ে। শোনা যায়, এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তাকে আর কখনই পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহনকারী অভিনেতাদের মধ্যে তিনি একজন।

About

Check Also

তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই

সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *