Sunday , February 16 2025
Breaking News
Home / National / ‘বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে’

‘বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে’

বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযতভাবে বলতে হবে, এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ নাগরিক প্রতিবাদ সভায় এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, “উপদেষ্টা যদি দল গঠন করতে চান, সেটি ভালো কথা।- নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে, ছাত্র-যুবক ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণআন্দোলন ৯০-এর স্বৈরাচারী আন্দোলন অভ্যুত্থান সবসময়ই তরুণ সমাজ সেটি করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য এ সকল সময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা সরকার থেকে দল করবেন, সেটা হবে না। কথা বলবেন হিসাব করে, বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল- সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে।

তিনি ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী সম্মানের কথা উল্লেখ করে বলেন, “ড. ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তবে যখন উপদেষ্টা পরিষদ থেকে আমিত্বের কথা আসে—‘আমি এটা করবো, আমরা এটা করেছি’—এমন কথা শুনলে কষ্ট লাগে।”

আয়োজক সংগঠনের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

About Nasimul Islam

Check Also

বনে-জঙ্গলে না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মারা ‘ডেভিলদের’ আগে ধরুন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন চালানো হলেও বনে-জঙ্গলে নয়, বরং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *