Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / বাড়িতে ফিরল ৫ রেমিট্যান্স যোদ্ধার লাশ, গ্রামজুড়ে শোকের মাতম

বাড়িতে ফিরল ৫ রেমিট্যান্স যোদ্ধার লাশ, গ্রামজুড়ে শোকের মাতম

শুক্রবার বিকাল ৩টায় একের পর এক সাইরেন বাজিয়ে গ্রামে প্রবেশ করল লাশবাহী গাড়িগুলো। আর রাস্তার দুই পাশে ছিল গ্রামের শত শত শোকার্ত নারী-পুরুষের ভিড়। লাশবাহী গাড়ি বাড়ির সামনে থামলে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা।

শুক্রবার (২ আগস্ট) এমনই এক অবর্ণনীয় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামে। গত ৭ জুলাই দুবাইয়ের আজমান প্রদেশে গাড়ি বিস্ফোরণে নিহত পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি বালেঙ্গা গ্রামে। অন্যজনের বাড়ি পার্শ্ববর্তী দোহার উপজেলার দোহার বাজারে।

নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। দুবাইয়ের একই জায়গায় কাজ করতেন তাঁরা।

শুক্রবার (২ আগস্ট) সকাল নয়টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমানে নিহতদের মরদেহ দেশে আসে। বেলা তিনটার দিকে গ্রামের বাড়ি নবাবগঞ্জ ও দোহার উপজেলার আসে মরদেহগুলো। পরে বাদ আসর জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় পুরো গ্রামে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে রানা নিজে একটি প্রাইভেটকার চালিয়ে চারজনকে নিয়ে কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে আজমান প্রদেশের রাস্তায় একটি ডিজেল বহণকারী ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে পুড়ে অঙ্গার হয়ে যান রানাসহ এ পাঁচ প্রবাসী।

About Nasimul Islam

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *