Thursday , September 19 2024
Breaking News
Home / Countrywide / বাসরঘরে যেয়ে দেখেন পুরুষত্ব নেই, ফিরে পেতে নিজ বাবাকে শেষ করলো ছেলে

বাসরঘরে যেয়ে দেখেন পুরুষত্ব নেই, ফিরে পেতে নিজ বাবাকে শেষ করলো ছেলে

২০০৯ সালে লালমনিহাটের কালীগঞ্জে ( Kaliganj Lalmonihat ) কবিরাজি চিকিৎসা নিতে গিয়ে রীতিমতো ‘/যৌ”ন” ক্ষমতা হারিয়ে ফেলেন জাহাঙ্গীর আলম ( Jahangir Alam ) নামে এক ব্যক্তি। তবে এ বিষয়টি তখনও বুঝতে পারেননি তিনি। কিন্তু পরবর্তীতে বিয়ের পর বাসরঘরে যেতেই এ বিষয়টি সামনে আসে তার। আর এ অবস্থায় দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হওয়ায়, দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় দুশ্চিন্তা কাটিয়ে উঠতে না পেরে শেষমেষ বাবাকে দুনিয়া থেলে সরিয়ে দেন জাহাঙ্গীর আলম ( Jahangir Alam )।

মা’মলা’র চার বছর পর ক্লুলেসহ ( Klules ) এ মামলার রহস্য উদঘাটন করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ( noon ) সংবাদ সম্মেলনে এসব তথ্য সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইসমাইল। ( Md. Ismail. ) তিনি বলেন, ২০১৮ সালের ( year ) ৩১ জুলাই ( July ) কালিগঞ্জ ( Kaliganj ) উপজেলার অচিনতলা এলাকায় ‘নি’হ’ত’ হন গোলাম হোসেন। ( Golam Hossain. ) এ ঘটনায় তার বড় ছেলের দায়ের করা মা’ম’লায় তদন্ত শুরু হলেও কোনো রহস্য খুঁজে পাওয়া যায়নি।

চলতি বছরের মার্চে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন সিআইডির উপ-পরিদর্শক (এসআই) জায়েদুল ইসলাম জাহিদ।

তিনি ১০ এপ্রিল গোলাম হোসেনের দ্বিতীয় ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করে আদালতে সাত দিনের রি/মা/ন্ড আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে সুকৌশলে জিজ্ঞাসাবাদে অভিযোগ কথা স্বীকার করেছেন।

মো. ইসমাইল জানান, ২০০৯ সালের দিকে কবিরাজি চিকিৎসায় গোলাম হোসেন তার //যৌ//ন ক্ষমতা নষ্ট করে দেন। পরের বছর বিয়ে করলে বাসরঘরে তিনি বুঝতে পারেন তার //যৌ//ন ক্ষমতা নাই। সেই থেকে স্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে মনোমালিন্য শুরু হয়। দীর্ঘ আট বছরের সংসার জীবনে অক্ষমতা নিয়ে স্ত্রীর সঙ্গে ক/ল/হ ও বিরোধ লেগে থাকলে বাবার প্রতি ক্ষোভ তৈরি হয়।

একপর্যায়ে তাকে ‘মা’র’লে ‘যৌন ক্ষমতা ফিরে পাবেন মনে করে পরিকল্পনা করতে থা’কেন। সেই জে’র ধরে বাবা’কে ‘মে”রে’ ফে/লেন তিনি।

এ বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এদিকে এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এমন ন্যাক্কারজনক ঘটনায় জাহাঙ্গীর আলমের উপযু্ক্ত শাস্তিরও দাবি জানিয়েছেন কেই কেউ।

About Rasel Khalifa

Check Also

আ.লীগ নেতার গোডাউনে সরকারি চাল, অতঃপর যা হলো

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত রাখার দায়ে দুটি গোডাউন সিলগালা করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *