Wednesday , January 15 2025
Breaking News
Home / Entertainment / বাচ্চা আমার, কিন্তু ওর সঙ্গে আমার বিয়েই হয়নি: শাকিব খান

বাচ্চা আমার, কিন্তু ওর সঙ্গে আমার বিয়েই হয়নি: শাকিব খান

গত কয়েকদিন আগেই একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করেন বাংলা বড় পর্দার অন্যতম দুই সুপার স্টার শাকিব খান-অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিন পালনের একটি ছবি ছড়িয়ে পড়তেই অনেকেই মনে করছেন, তারা হয়তো আবারো মিলে গেছেন! কিন্তু না, ছেলে আব্রাহাম খান জয়কে মেনে নিলেও স্ত্রী হিসেবে কখনও মেনে নেননি অপুকে।

সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যায়, দেশীয় একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন শাকিব খান। তিনি বলেন, গণমাধ্যমকে অপুর সরাসরি সাক্ষাৎকার দেওয়া এবং ‘এসব’ বলা আসলে ষড়যন্ত্রের অংশ। অপু যদি স্ত্রীর মর্যাদা চাইতেন তাহলে তিনি এসে এভাবে কথা বলতেন না। শাকিব বলেন, ‘সে যদি আমার স্ত্রী হতেন তাহলে কি আমার কথা ছাড়া কোথাও যেতেন? আরে, ওর সঙ্গে তো আমার বিয়েই হয়নি!’

তিনি পুরো বিষয়টিকে তাকে, তার তারকা ইমেজ এবং ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার একটি বড় ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

অন্যদিকে অপু জানান, ২০০৮ সালে শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। এ সময় তার নাম পরিবর্তন করে অপু ইসলাম খান রাখা হয়।

এদিকে গত কয়েকদিন ধরেই বুবলি মা হওয়ার প্রসঙ্গে রীতিমতো বেশ আলোচনায় রয়েছেন শাকিব খান। যদিও এখনো এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।

About Rasel Khalifa

Check Also

দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন রুনা খান

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার অভিনয় দক্ষতা এবং অসাধারণ চরিত্র উপস্থাপনার জন্য দর্শকদের হৃদয়ে জায়গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *