Thursday , January 16 2025
Home / Entertainment / বাচ্চারা ভুল করেই থাকে, তাদের টার্গেট করা উচিত নয় : বিবেক

বাচ্চারা ভুল করেই থাকে, তাদের টার্গেট করা উচিত নয় : বিবেক

সম্প্রতি ছেলে আরিয়ানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই রীতিমতো ব্যাপক সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ছেলের বিরুদ্ধে মাদক সেবনের  অভিযোগ ওঠতেই নানা সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হচ্ছেন তিনি। তবে এই বিপদের দিন শাহরুখ খানের পাশে দাড়িয়েছেন তার একাধিক শুভাকাঙ্খিরা।

 

আর তাদের মধ্যে একজন শাহরুখের বন্ধু, প্রযোজক বিবেক ভাসওয়ানি।

টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে বিবেক বলেছেন, বাচ্চাদের টার্গেট করা উচিত নয়।

শাহরুখের সাথে নিজের বন্ধুত্বের সূচনা স্মরণ করে বিবেক বলেন, “আমি শাহরুখের খুব কাছের বন্ধু। শুরুর দিনগুলোতে সে আমার বাড়িতে থাকতো। আমি তার জন্য ‘রাজু বান গ্যায়া জেন্টেলম্যান’ বানালাম। ‘দিওয়ানা’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। কিন্তু, রাজু বান গ্যায়া জেন্টেলম্যান তাকে এমন বিশ্বাসযোগ্যতা এবং সম্মান দিয়েছিল যা সে তার অন্যান্য হিট দিয়ে গড়ে তুলেছিল এবং একজন সুপারস্টার হয়েছিল।”

তিনি বলেন, “শাহরুখ একজন সেলিব্রেটি। সে, তার পরিবার, তার সন্তানরা সর্বদা তাদের লক্ষ্যবস্তু হয় যারা ‘স্টারডম’ এর প্রতি উদাসীন।

এটাও একদিন কেটে যাবে। শাহরুখ আমার বন্ধু, তার সন্তান আমার সন্তানদের মতো, তার পরিবার আমার পরিবার। যখন ও সেলিব্রেটি হয়নি তখন থেকে আমি ওর সঙ্গে ছিলাম। মোটা হোক বা রোগা হোক, আমি ওর সঙ্গে ছিলাম আগামীতেও থাকব। আমি মনে করি না যে, বাচ্চাদের টার্গেট করা শুরু করা উচিত, বাচ্চারা ভুল করেই থাকে। আমাদের বাচ্চাদের আক্রমণ করা উচিত নয়, আমাদের বাচ্চাদের আঘাত করা উচিত নয় এবং আমাদের বাচ্চাদের লক্ষ্যবস্তু করাও উচিত নয়।”

এদিকে আরিয়ানকে মুক্ত করতে সর্বদা চেষ্টা করে যাচ্ছেন শাহরুখ খান। জানা গেছে, আপাতত শুটিং বন্ধ রেখে ছেলের পাশে দাড়িয়েছেন তিনি। শারুখের সঙ্গে রয়েছে বলিউডের এক ঝাক তারকা। এই তালিকায় রয়েছেন বলিউড জনপ্রিয় তারকা-কাজল, পূজা ভাটসহ আরো অনেকেই। সকলেই শাহরুখের সঙ্গে যোগাযোগ রাখছেন।

About

Check Also

তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই

সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *