Monday , October 7 2024
Home / International / ফের মাঝ আকাশে অনাকাঙ্খিত ঘটনার কবলে বিমান, পাইলটের সিদ্ধান্তে বাঁচলো সবার প্রাণ

ফের মাঝ আকাশে অনাকাঙ্খিত ঘটনার কবলে বিমান, পাইলটের সিদ্ধান্তে বাঁচলো সবার প্রাণ

এক দেশ থেকে অন্য দেশে দ্রুত ও নিরাপদ যাতাযাতের ক্ষেত্রে আকাশ পথের কোনো বিকল্প না থাকলেও দুর্ভাগ্যবসত সেই আকাশ পথেও ঘটছে নানা অনাকাঙ্খিত ঘটনা। আর এরই জের ধরে এবার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় পাকিস্তানের করাচিতে ভারতীয় একটি বিমানের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে।

তবে পাইলটের বুদ্ধিমত্তায় বিমানের যান্ত্রীরা সবাই নিরাপদে আছেন। ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

রোববার (১৭ জুলাই) ইন্ডিগোর শারজা-হায়দরাবাদ বিমানকে করাচি বিমানবন্দরে নামানো হয়। যান্ত্রিক গোলযোগের জেরেই বিমানটি জরুরী অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। ফলে এ যাত্রায় সবার প্রাণ বেঁচে যায়।

করাচি থেকে যাত্রীদের আনার জন্য একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হচ্ছে, এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে মাঝ আকাশে বিমানে যান্ত্রীক ত্রুটি দেখা দেয়ার খবরে বেশ আতঙ্খিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে পাইলটের বুদ্ধিমত্তায় প্রাণে বেঁছে যাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবাই।

About Rasel Khalifa

Check Also

পরিস্থিতির অবনতি, শেরপুরে ভয়াবহ বন্যা, নিহত ৩, উদ্ধারে এগিয়ে এলো সেনাবাহিনী

ভারতের মেঘালয় থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলের কারণে শেরপুরের তিনটি উপজেলায় বন্যা পরিস্থিতির আরও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *