Wednesday , January 15 2025
Breaking News
Home / Countrywide / প্রকাশ্যে নারীকে বিশেষ স্থানের অঙ্গ দেখানোয় শেষ রক্ষা হলো না যুবকের

প্রকাশ্যে নারীকে বিশেষ স্থানের অঙ্গ দেখানোয় শেষ রক্ষা হলো না যুবকের

বর্তমান সময়ে তরুণ এবং যুবকদের দ্বারা প্রায় নারীদের রাস্তার ঘটনা ঘটে এবিষয়টি যেন দিন দিন বেড়েই চলেছে যার কারণে নারীরা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন তবে অনেক সময় নারীদের সাথে দুর্ব্যবহারের কারণে মাশুল দিতে হচ্ছে এসকল বখাটেদের এবার তেমনই একটি ঘটনা ভর্ত রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি এলাকায়।

সেখানে এক নারীকে বিশেষ স্থানের অঙ্গ দেখানোর জন্য মো. আউয়াল নামের ২৫ বছর বয়সী এক যুবককে ধরে বেদম প্রহার করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পাংশা শহরের সত্যজিৎপুর এলাকায় এ ঘটনা ঘটে। মো. আউয়াল উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া কানুখালী এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, আউয়াল তার লুঙ্গি তুলে একজন মহিলার কাছে তার বিশেষ স্থানের অঙ্গ দেখান। পরে স্থানীয়রা তাকে বেদম পিটুনি দেয়ার পর ছেড়ে দেয়। এ সময় তার কাছ থেকে একটি ধা”রালো ক্ষুর পায় স্থানীয় বাসিন্দারা।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

এই ঘটনায় স্থানীয়রা জানান, ওই যুবক স্বভাবতই একজন বখাটে তার কাছে একটি ক্ষু”র পাওয়া গেছে যেটা সে কি কাজে ব্যবহার করতো তা বোঝেনা গেলেও সেটা যে তিনি খারাপ কাজে ব্যবহার করতেন সেটা স্পষ্ট। এ ঘটনায় ওই যুবককে কিছুক্ষণ আটকে রাখার পর তাকে পিটুনি দিয়ে ছেড়ে দেয়া হয় বলে অনেকে জানান।

About bisso Jit

Check Also

জুনের মধ্যেই নির্বাচন চায় বিএনপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ জুনের মধ্যে আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *