Friday , December 27 2024
Breaking News
Home / Countrywide / ‘পর্দার অন্তরালে ‘মেজর হাফিজকে সরকারি দলে যোগ দেওয়ার অজুহাত সৃষ্টি করা হচ্ছে’

‘পর্দার অন্তরালে ‘মেজর হাফিজকে সরকারি দলে যোগ দেওয়ার অজুহাত সৃষ্টি করা হচ্ছে’

‘পর্দার অন্তরালে সরকার চাপে আছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘আজকে একদলীয় সরকার ক্ষমতায় আছে। আর এই সরকার ক্ষমতায় থাকতে কোথায় যেতে পারে তার প্রমাণ মিলেছে মঙ্গলবার। তারা বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে। এর পেছনে পর্দার অন্তরালে সরকারের যে চাপ, বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি করে সরকারি দলে যোগ দেওয়ার একটা অজুহাত সৃষ্টি করা হচ্ছে।’

বুধবার রাজধানীর বনানীতে কারাবন্দি হাফিজ উদ্দিন আহমেদের বাসায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজকে কারাগারে পাঠানো প্রসঙ্গে মঈন খান বলেন, আজকে এই সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে অবক্ষয়ের বহিঃপ্রকাশ ঘটেছে মঙ্গলবার। আমি মনে করি, এই জাতির অবক্ষয় হয়েছে ওইদিনের ঘটনায়। দুঃখজনক, লজ্জাজনক এবং এর নিন্দা জানানোর কোনোরকম ভাষা আমাদের জানা নেই। শুধু এ কথাই বলতে পারি, সরকার আক্রোশ বা প্রতিহিংসার বসে এসব করছে।’

তিনি বলেন, আজকে সন্ত্রাসের জুজুকে ভয় দেখিয়ে ভণ্ডামি দিয়ে পশ্চিমা বিশ্বকে ধোঁকা দেওয়া যাবে এটা সম্ভব নয়, ৭ জানুয়ারি তা প্রমাণিত হয়েছে।

মঈন খান বলেন, “বাংলাদেশে শুধু রাজনীতিই নয়, অর্থনীতি ও সমাজব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলাদেশে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, সংসদ, নির্বাচন কমিশনসহ যে সব প্রতিষ্ঠান আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে। এর থেকে মুক্তির একটাই উপায়, তা হল- আমাদের মানসিকতা বদলাতে হবে।

মেজর হাফিজের মামলা প্রসঙ্গে তার স্ত্রী দিলারা হাফিজ বলেন, এটার একেবারেই ভিত্তি নেই। সাক্ষীদের কোনো পাত্তা নেই। আলামতও ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার স্বামীর এখন বয়স চলছে ৭৯ বছরের বেশি। বয়স্ক মানুষ। সম্প্রতি উনার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তবে আল­াহর কাছে শুকরিয়া মঙ্গলবার উনাকে পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) ভর্তির অনুমতি দিয়েছে।’

পরে আবদুল মঈন খান সম্প্রতি মুক্তি পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে রাজধানীর মেরুল বাড্ডায় তার বাসায় দেখতে যান।

About Nasimul Islam

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *