Saturday , November 9 2024
Breaking News
Home / opinion / নির্বাচন নিয়ে আমেরিকার গোপন দলিল ফাঁস: রনি (ভিডিও)

নির্বাচন নিয়ে আমেরিকার গোপন দলিল ফাঁস: রনি (ভিডিও)

সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামীলীগ ১৪ ও ১৮ সালের মতো একতরফা ভোট করে ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে ওঠেছে। ফের পাতানো নির্বাচন করে তারা ক্ষমতায় থাকার সব আয়োজন ইতিমধ্যে সেরে ফেলেছে। আর এই পাতানো নির্বাচনকে বৈধ্যতা দিতে জাতীয় পার্টিসহ কিছু নাম সর্বস্ব দল অংশ নিচ্ছে।তবে সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো চাপ দিয়ে আসছে। কিন্তু ক্ষমতাসীন সরকার সে বিষয়ে পাত্তা না দিয়ে একতরফা নির্বাচনের পথে হাঁটছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন রাজনীতিবিদ গোলাম মাওলা রনি হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।

নির্বাচন বানচাল নিয়ে আমেরিকার গোপন দলিল ফাঁস ! রাশিয়ার গোয়েন্দা রিপোর্টে আ.লীগে অস্থিরতা !

প্রসঙ্গত, সরকার আবারও একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায় সেটা যে কোনো কিছুর বিনিময়ে।যার কৌশল হিসেবে ইতিমধ্যে বিরোধী দল বিএনপিকে নির্বাচনের বাইরে রেখেই ভোটের আয়োজন সম্পর্ন করেছে সরকার।

https://www.facebook.com/golammaularonymp/posts/pfbid02FR4VCngTzbvybXcz1cZgx5PeZExpnzsm7CEXe6yyPGYzF7ZuLkfsUUu77os2Xo3Nl

About Babu

Check Also

আগামীকাল ক্যান্টনম্যান্টে হামলার পরিকল্পনা করেছে আঃলীগ, মিটিংয়ের ভিডিও আসছে: ইলিয়াস হোসেন

ড. বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল শীঘ্রই মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে খুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *