Monday , October 7 2024
Home / Entertainment / ধরা পড়ে যান অজয়, দুই সন্তানের কথা ভেবে অজয়কে ক্ষমা করে সংসার চালিয়ে যান কাজল

ধরা পড়ে যান অজয়, দুই সন্তানের কথা ভেবে অজয়কে ক্ষমা করে সংসার চালিয়ে যান কাজল

বি-টাউনের অন্যতম সুখী তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল দেবগন। বর্তমানে দুই সন্তানের অভিভাবক এই দম্পতি। একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, অন্যদিকে অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তারা। তবে দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবন নিয়ে অনেকবারই আলোচনায় আসতে হয়েছে এই জুটিকে। আর এর মূলেই রয়েছেন অজয়।

শোনা গেছে, বিয়ের পরও কয়েকদফা পরকীয়ায় জড়িয়েছিলেন অজয়, প্রতিবারই ধরা পড়েছেন কাজলের হাতে। সংসার ভেঙে বের হয়ে আসার সিদ্ধান্তও নিয়েছিলেন কাজল, এমনটিই শোনা যায় বলিপাড়ায়। তবে দুই সন্তানের কথা ভেবে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। খবর ইন্ডিয়া টাইমসের।

বিবাহিত একাধিক পুরুষের সাথে কঙ্গনার প্রেমের সম্পর্ক গোপন নয় বলিউডে। এই বিতর্কিত অভিনেত্রীর সাথে এক সময় গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অজয়। অজয়ের সাথে বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিলেন কঙ্গনা। মূলত, ‘ওয়ান্স আপন আ টাইম’ ছবিতে একসাথে কাজ করছিলেন অজয়-কঙ্গনা, সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত।

এই কথা জানতে পারেন কাজলও। এরপরই বিচ্ছেদের চিন্তা করেন তিনি। তবে শেষে অজয়কে ক্ষমা করে দুই সন্তানের জন্য এক সাথেই থেকে গেছেন।

‘বাদশাহ’ ছবি করতে গিয়ে অজয়ের আলাপ হয় আলোচিত অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের সাথে। সেখানেই বন্ধুত্ব তাদের। কিন্তু নায়িকার সাথে অজয়ের ‘ঘনিষ্ঠতা’ নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল সেই সময়।

শোনা গিয়েছিল, বেশ কিছু ছবিতে ইলিয়ানাকে মুখ্য চরিত্র পাইয়ে দেয়ার চেষ্টাও করেন অজয়। এমনকি প্রযোজক-পরিচালকদের কাছে আর্জি জানাতেও পিছপা হননি। তবে এই সম্পর্ক টেকেনি বেশি দিন। ধারণা করা হয়, বিষয়টি কাজলের কানে যাওয়ায় সরে আসেন অজয়।

এছাড়া টাব্বু, রবীনা টেন্ডন ও কারিনা কাপুরের সাথেও অজয়ের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে প্রতিবারই মোক্ষম সময় ফিরে আসেন অক্ষয়। কাজলের সাথে সম্পর্ক ভেঙে কখনওই বেরিয়ে আসতে চাননি তিনি। অন্যদিকে, কাজলও প্রতিবার স্বামীকে ক্ষমা করে ঘর করে গেছেন একসাথে।

উল্লেখ্য, বেশ ধুমধাম করেই ১৯৯৯ সালে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেঅজয় দেবগনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাজল। দাম্পত্য জীবনে স্বামী-সন্তান নিয়ে বেশ ভালই রয়েছেন তিনি। তবে সংসারের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানেও অভিনয় নিয়ে অনেকটা ব্যস্ত সময় কাটাচ্ছেন কাজল।

About

Check Also

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে হাসিখুশি মেজাজে রয়েছেন এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *