Monday , December 2 2024
Breaking News
Home / Entertainment / দুজন স্বামী রাখার অনুমতি চেয়ে যা বললেন অভিনেত্রী

দুজন স্বামী রাখার অনুমতি চেয়ে যা বললেন অভিনেত্রী

বিগ বসের তৃতীয় সিজন 21 জুন শুরু হয়েছে। সালমান খানের পরিবর্তে, অভিনেতা অনিল কাপুর শোটি হোস্টের ভূমিকায় অভিনয় করছেন।

এই মৌসুমে বেশ কিছু চমক রয়েছে। তাদের মধ্যে ইউটিউবার আরমান মালিক এবং তার দুই স্ত্রী রয়েছেন। দুই স্ত্রীকে নিয়ে নেট দুনিয়ায় ভাইরাল আরমান। বিগ বসের ঘরে পা রেখে আলোচনায় আরও ঘি যোগ করলেন এই তিনজন।

এই সময়ের ভারতীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সিজনে এমন অনেক প্রতিযোগী আছেন, যারা আগে কখনো বিগ বসে আসেননি। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। স্ত্রী পায়েল ও কৃতিকাকে নিয়ে বিগ বসের ঘরে আসতেই শুরু হয় সমালোচনা।

অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় বলেছেন, দুই স্ত্রীকে নিয়ে রিয়েলিটি শো-এর দর্শকদের বিনোদন দেওয়া বিনোদনের অপব্যবহার। একই মতামত দিয়েছেন অভিনেতা করণ কুন্দ্রা।

এবার আরমানকে খোঁচা দিলেন লকআপ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আজমা ফাল্লাহ। তিনি জানান, আরমান যেমন দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে এসেছেন, নারীরাও যেন দুজন স্বামীকে নিয়ে সেখানে যেতে পারেন। সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরও মেনে নেবে।

আজমা ফাল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, আজ আমি বিগ বস OTT-৩ নিয়ে কথা বলব। যেখানে দুই স্ত্রীকে নিয়ে এসেছেন আরমান মালিক। কিছু মানুষ আছেন যারা বলছেন, তাদের কোনো সমস্যা যখন নেই, তাহলে বাকিদের কেন হচ্ছে।

দুজন স্বামী রাখার দাবি জানিয়ে অভিনেত্রী বলেন, আমাদেরও কোনো সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হলো আমরাও যেন দুজন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব। আমরাও দুজন স্বামী নিয়ে সুখী হব।’

About Nasimul Islam

Check Also

শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরও এক আপনজনকে হারালেন পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির ক্যারিয়ারের প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর পরিচালক শাহ আলম মণ্ডল আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *