Wednesday , January 15 2025
Breaking News
Home / opinion / দুই নৌকায় পা রাখছেন উনার ঘা তো কোনদিন শুকাইবে না : পিনাকী

দুই নৌকায় পা রাখছেন উনার ঘা তো কোনদিন শুকাইবে না : পিনাকী

ক্ষমতায় টিকে থাকতে সরকার রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা বিরোধী মতকে দমন করছে। এতে বিচারবর্হিভূত হ/ত্যাকান্ডে, গু/মসহ নানা অভিযোগ করে মানবাধিকার সংগঠনগুলো। এ বিষয় নিয়ে সংগঠনগুলো প্রতিবাদ করার সত্ত্বেও সরকার তার অবস্থান থেকে সরে আসছে না বলে উদ্বেগ কথা জানাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। সরকার নিজের ক্ষমতার রাস্তা পরিস্কার করতে এমন কর্মকান্ড করছে বলে দাবি রাজনৈতিক দলগুলো। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য সেটি নিচে তুলে ধরা হলো।

সুলতানা কামাল যে ইন্ডিয়ারে সার্ভিস দিতে গিয়া একই সাথে মানবাধিকার আর ইসলামবিদ্বেষের দুই নৌকায় পা রাখছেন উনার ঘা তো কোনদিন শুকাইবে না।

কাওরান বাজারের সর্দার মতিউর রহমান এই ঘা ওয়ালাদের চুলকানি মুলক লেখা ছাপা বাদ না দিলে প্রথম আলোরে উষ্টা দিতে হবে।

প্রসঙ্গত, সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যে সব কর্মকান্ড করেছে তার বিরুদ্ধে কথা না উল্টে পক্ষ নিয়ে সরকারে গুন গেয়ে নিজের স্বার্থ উ্দ্ধার করছে তাদের বিরুদ্ধে প্রশ্ন তোলেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, যারা সরকারের দালালি করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের নেওয়া হবে।

About Babu

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *