Wednesday , October 30 2024
Breaking News
Home / Countrywide / টিপু-প্রীতি ঘটনা : এবার মগবাজার থেকে গ্রেপ্তার সেই জিতু

টিপু-প্রীতি ঘটনা : এবার মগবাজার থেকে গ্রেপ্তার সেই জিতু

চলতি বছরের মার্চের শেষের দিকে বাড়ি ফেরার পথে হঠাৎই মাঝ রাস্তায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে প্রাণ হারান ঢাকা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুসহ সামিয়া আফরান জামাল প্রীতি নামে এক শিক্ষার্থীও। পরবর্তীতে এ ঘটনায় থানায় মাম/লা দায়েরের আলোকে অন্তত ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আর এরই জের ধরে এবার টিপু-প্রীতি /হ//ত্যা/ মামলা/য় গ্রেপ্তার হয়েছে ইশতিয়াক আহমেদ জিতুকে।

রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ডিবির একজন কর্মকর্তা বলেন, “মূল সন্দেহভাজন সুমন শিকদার মুসাকে /হ//ত্যা/কা/ণ্ডে ব্যবহৃত আ/গ্নে/য়াস্ত্র সরবরাহ করেছিলেন জিতু।’।”

গোয়েন্দাদের মতে, ঘটনার প্রায় দেড় মাস আগে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিশানের কাছে আগ্নেয়াস্ত্র চেয়েছিল মুসা। জিতু পরে মুসাকে আগ্নেয়াস্ত্র দেয়।

টিপু-প্রীতির ঘটনায় অন্তত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।

গোয়েন্দাদের মতে, এর আগে মগবাজারের একটি হোটেলে ডিবি পরিদর্শক /হ//ত্যা// মা/মলায় জিতু দুই বছর জেল খেটেছেন।

বৃহস্পতিবার জিতুকে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠায় পুলিশ।

উল্লেখ্য, গত ২৪ মার্চ মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন টিপু। কিন্তু তিনি জানতেন না, আর কখনো বাড়ি ফেরা হবে না তার। গাড়িটি শাহজাহানপুরে পৌঁছাতেই তার ওপর বিৃ/ষ্টির মতো গু/লি চালায় স/ন্ত্রা/সী/রা। এরপর পরই মৃ/ত্যু/র কোলে ঢোলে পড়েন তিনি। এ সময়ে প্রীতি নামে এক শিক্ষার্থীও প্রাণ হারাণ।

About Rasel Khalifa

Check Also

সাংবাদিক মুশফিকুল ফজল রাষ্ট্রদূত হওয়ায় যা বললেন মিলার

বাংলাদেশের আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *