Saturday , October 5 2024
Breaking News
Home / Entertainment / জেল খেটেছি চার বার, একবার জেল থেকে পালিয়েছি : চঞ্চল চৌধুরী

জেল খেটেছি চার বার, একবার জেল থেকে পালিয়েছি : চঞ্চল চৌধুরী

বাংলাদেশের অভিনয় জগতের বর্তমান সময়ের উজ্জল নক্ষত্র হলেন চঞ্চল চৌধুরী। নিজের অভিনয়ে তিনি মুগ্ধ করে রেখেছেন বাংলাদেশের সিনেমা প্রেমী সব মানুষদের। একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তিনি। ‘হাওয়া’ সিনেমার রেশ কাটতে না কাটতেই আবারো নতুন খবর দিলেন তিনি। এবার তিনি হাজির হচ্ছেন কারাগার নিয়ে। আর এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি যা ইতিমধ্যে ভাইরাল।পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হলো হুবহু:-

জেল খেটেছি চার বার।
মৃত্যুদন্ড হয়েছে দুই বার…
একবার জেল থেকে পালিয়েছি…..
ফাঁসিতে ঝুলেছি এক বার।

জেলখানার সাথে আমার অন্যরকম আত্মীয়তা।
বলছিলাম আমার অভিনয় জীবনে জেলখানার গল্প।
‘মনপুরা’,‘আয়নাবাজি’,’পাপ-পুণ্য’তে আমারই করা চরিত্র সোনাই,শরাফত করিম আয়না,খোরশেদ চেয়ারম্যানের হয়ে জেলে ছিলাম অনেক দিন।
সবশেষ দীর্ঘদিন জেলে কাটালাম হইচই এর নতুন ওয়েব সিরিজ,সৈয়দ আহমেদ শাওকী’র “কারাগার” এর জন্য।
খুব শীঘ্রই আসছে…….
“কারাগার”
“সবার জন্য সব সত্য,আমার জন্য অভিনয়”

প্রসঙ্গত, অভিনয়ের মাধ্যমে প্রতিনিয়তই নিজেকে ভেঙে চলছেন চঞ্চল চৌধুরী। নতুন নতুন সব চরিত্র সবার সামনে নিয়ে আসছেন তিনি। যার প্রতিটাই হচ্ছে বেশ দর্শকপ্রিয়।

About Rasel Khalifa

Check Also

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে হাসিখুশি মেজাজে রয়েছেন এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *