Saturday , October 12 2024
Breaking News
Home / Entertainment / জানা গেল, শাকিব-বুবলিকে কি প্রশ্ন করতে চান অপু বিশ্বাস

জানা গেল, শাকিব-বুবলিকে কি প্রশ্ন করতে চান অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার অন্যতম সুপার স্টার অভিনেত্রী অপু বিশ্বাস। তবে ভক্তদের মাঝে ‘ঢালিউড কুইন’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। অভিনয়ের মুগ্ধতা ছড়িয়ে খুব অল্প সময়ের মধ্যেই কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নেন গুণী এই অভিনেত্রী। তবে ব্যক্তিজীবনে ঢালিউড সুপার স্টার তারকা শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে নিয়েও শিরোনামে এসেছেন অপু বিশ্বাস।

শাকিব-অপুর বিয়ে ভেঙে গেলেও সুযোগ পেলেই একমাত্র সন্তানের কাছে ছুটে যান নায়ক। তবে দুই তারকার বিচ্ছেদের পর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। তারপরও মাঝে মাঝে অপু বিশ্বাসকে শাকিব খানকে নিয়ে সিনেমা সংক্রান্ত নানা বিষয়ে কথা বলতে দেখা যায়। এবারও তিনি কথা বললেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি ক্যারিয়ার ও ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে কথা বলেছেন।

অনুষ্ঠানের আয়োজক জানান, এখানে অদৃশ্যভাবে পাঁচজন রয়েছেন। নায়িকা অপু বিশ্বাস তাদের প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। তার মধ্যে পূজা চেরিকে কী প্রশ্ন করবেন—জবাবে অপু বিশ্বাস বলেন, ‘ক্যারিয়ারে নিজেকে গুছিয়ে কিভাবে এগিয়ে যেতে চায় সে?’

অভিনেতা জায়েদ খানকে প্রশ্নের বিষয়ে নায়িকা বলেন, ‘আমি তাকে এই প্রশ্ন করতে চাই, আপনি নায়ক হন।’

এরপর শবনম ইয়াসমিন বুবলিকে কোন প্রশ্ন করবেন জবাবে ‘কোটি টাকার প্রেম’ সিনেমার নায়িকা বলেন, ‘ভালো কাজ হচ্ছে। কিন্তু কাজের মান এইরকম- সে দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারে। সে খুবই বুদ্ধিমান। একটু সঠিক ব্যবহার করলে ভালো অবস্থানে পৌঁছানো যায়। আর এই সিলেকশনের জায়গায় তার কাছে আমার প্রশ্ন

অভিনেত্রী মৌসুমীকে কী প্রশ্ন করা হবে এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘তিনি এখনও এত সুন্দরী কেন? আমাদের এই গোপন কথা বলতে হবে।

এদিকে সবশেষ শাকিব খানের বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘সবার সামনে তাকে বলতে হবে, আমি এখন, ইয়েস আই অ্যাম আ নাম্বার ওয়ান বাবা। তিনি নাম্বার ওয়ান শাকিব খান বলে না, আমি নাম্বার ওয়ানা বাবা—এ কথা বলতেই হবে তাকে।’

এক সঙ্গে কাজের সূত্র ধরে পরিচয় অতঃপর শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে অপু বিশ্বাসের। এরপর এক পর্যায়ে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেন তারা। তবে দাম্পত্য জীবনের মাত্র কয়েক বছরের মাথায় বিচ্ছেদের পথে হাটেন তারা।

About Rasel Khalifa

Check Also

অবশেষে জানা গেল আলোচিত সেই নায়িকা শিরিন শিলার স্বামীর পরিচয়

ঢাকাই সিনেমার তরুণ প্রজন্মের নায়িকা শিরিন শিলা। ২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে তার সিনেমায় অভিষেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *