Wednesday , October 30 2024
Breaking News
Home / Countrywide / জানা গেল পাকিস্তানে কবে হচ্ছে আগামী নির্বাচন

জানা গেল পাকিস্তানে কবে হচ্ছে আগামী নির্বাচন

সম্প্রতি পাকিস্তানের ( Pakistan ) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ( Imran Khan ) অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ( Imran Khan ) পদত্যাগ করার পর অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন হন শাহবাজ শরীফ। ( Shahbaz Sharif. ) ক্ষতমাচ্যু হবার পর থেকে ইমরান খান ( Imran Khan ) নানা অভিযোগ করে আসছে নতুন প্রধামন্ত্রীর সম্পর্কে। তিনি নতুন সরকারের ( government ) কাছে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আলটিমে ( May )টাম দেন। এবার পাকিস্তানের ( Pakistan ) আগামী নির্বাচনের সময় ঘোষনা করা হল।

পাকিস্তানের ( Pakistan ) পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৩ সালের আগস্টে ( August year ) অনুষ্ঠিত হবে। রবিবার ( Sunday ) (২৯ মে ( May )) রাজধানী ইসলামাবাদে ( Islamabad ) এক সংবাদ সম্মে ( May )লনে পাকিস্তানের ( Pakistan ) তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব পরবর্তী নির্বাচনের সময় ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানী ইসলামাবাদে পূর্বানুমতি ছাড়া কোনো রাজনৈতিক দলের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে, শাহবাজ খানের নেতৃত্বাধীন বর্তমান ক্ষমতাসীন জোট সরকার আগামী নির্বাচন পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খানের সঙ্গে কোনো সংলাপ বা বোঝাপড়ায় যাবে না বলে জানিয়েছে।

রোববার এক সংবাদ সম্মেলনে ইমরান খানকে উদ্দেশ্য করে মরিয়ম আওরঙ্গজেব বলেন, আমরা আপনার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। যেহেতু আপনি নির্বাচনের সময় জানতে চেয়েছেন, তাই বলছি, মনোযোগ দিয়ে শুনুন এবং লিখুন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৩ সালের আগস্টে অনুষ্ঠিত হবে।”

ইমরান খানের সঙ্গে আলোচনায় না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা যখন বিশ্বব্যাপ ছড়িয়ে পড়া রোগের কারনে, দেশের অর্থনীতি, জ/ঙ্গিবাদ ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তখন আপনি বলেছিলেন আমাদের কোনো এনআরও(ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স) দেওয়া হবে না।” এখন আমরা বলছি, আপনাদের কোনো এনআরও দেব না।

এর আগে ২৬ ফেব্রুয়ারি, পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে এক দলীয় সমাবেশে দেশের পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য ৬ দিনের আলটিমেটাম দেন।

তিনি এ সময় বর্তমান জোট সরকারকে হুঁ/শিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী নির্বাচনের তারিখ ঘোষণা না হলে ৬ দিনের পর সমগ্র জাতি নিয়ে রাজধানীতে প্রবেশ করবেন।

প্রসঙ্গত, পাকিস্তানের আমাগী জাতীয় নির্বাচনের জন্য আলটিমেটাম দেয় সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল নেতা ইমরান খান। তার পরিপ্রেক্ষিত আগামী নির্বাচনের সময় ঘোষনা্ করল বর্তমান ক্ষমতাসীন সরকার। আর নির্বাচনের পূর্ব পর্যন্ত অনুমতি ছাড়া কোন ধরনের সভা সমাবেশ না করার নির্দেষ দেওয়া হয়।

About Babu

Check Also

সাংবাদিক মুশফিকুল ফজল রাষ্ট্রদূত হওয়ায় যা বললেন মিলার

বাংলাদেশের আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *