Wednesday , October 30 2024
Breaking News
Home / Countrywide / জানতেন না নিয়ম, পদ্মা সেতুতে প্রথম জরিমানা দিলেন যিনি

জানতেন না নিয়ম, পদ্মা সেতুতে প্রথম জরিমানা দিলেন যিনি

গতকাল শনিবার (২৫ জুন) বেশ ধুমধাম করেই লাখ লাখ মানুষের উপস্থিতিতে উদ্বোধনের পর আজ রোববার সকাল ৬ টার দিকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে স্বপ্নের পদ্মাসেতু। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে পদ্মাসেতু পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা। তবে পদ্মাসেতু খুলে দিতে না দিতেই নিয়ম ভেঙে জরিমানা গুনতে হলো এক যাত্রীকে।

পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছে। সাধারণ যাত্রীরা উৎসাহ নিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন। এরই ধারাবাহিকতায় পদ্মা সেতু দেখতে আসেন মাদারীপুরের কাঁঠালবাড়ির বাসিন্দা আইয়ুব খান। ইচ্ছে ছিল সেতুর ওপাশে যাবেন।

কিন্তু মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পড়ায় তাকে জরিমানা দিতে হয়েছে। এ সময় তাকে ভ্রাম্যমাণ আদালতে ১০০ টাকা জরিমানা করা হয়। ফলে পদ্মা সেতুর ভ্রাম্যমাণ আদালতে প্রথম জরিমানার শিকার হন তিনি। রোববার (২৬ জুন) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা প্রান্তে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন।

আইয়ুব খান বলেন, স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শনে এসেছি। তারপর ব্রিজ পার হয়ে ওই পাড়ে যেতে চাইলাম। কিন্তু টোল প্লাজা পার হতে গেলে হেলমেট না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জরিমানা করেন। আমি জানতাম না হেলমেট ছাড়া ব্রিজ পার হওয়া অসম্ভব।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেল চালানোর জন্য হেলমেট বাধ্যতামূলক। সেতু পার হওয়ার সময় এটি আরও গুরুত্বপূর্ণ। তাই হেলমেট না থাকায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও লক্ষ্য করা যায়, পদ্মা-সেতুতে বসা-সহ সেলফিও তুলতে দেখা যাচ্ছে অনেককে। তবে আগামীকাল থেকে কেউ এমনটা করলে, জরিমান গুনতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

About Rasel Khalifa

Check Also

সাংবাদিক মুশফিকুল ফজল রাষ্ট্রদূত হওয়ায় যা বললেন মিলার

বাংলাদেশের আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *