Thursday , December 26 2024
Breaking News
Home / International / খেলার সময় মাঠেই না ফেরার দেশে চলে গেলেন জাতীয় দলের তারকা ফুটবলার

খেলার সময় মাঠেই না ফেরার দেশে চলে গেলেন জাতীয় দলের তারকা ফুটবলার

ফুটবল মাঠে হার্ট অ্যাটাক নতুন কিছু নয়। পরে অনেকে সুস্থ হয়ে উঠলেও সেই পথে হাঁটতে পারেননি ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে মারা গেলেন ২৮ বছর বয়সী এক ফুটবলার। খবরটি নিশ্চিত করেছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।

এএফএল এক বিবৃতিতে বলেছে, “খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করেছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’ ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এ সপ্তাহের ম্যাচগুলো স্থগিত করেছে।

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)ও শোক প্রকাশ করেছে।

এক বিবৃতিতে তারা বলেন, তিনি (ডুয়ামেনা) দেশকে সেবা দিয়ে গেছে। যখনই ঘানাকে প্রতিনিধিত্ব করেছে, সে তার যোগ্যতা দেখিয়েছে।’
মাঠে অসুস্থ হয়ে পড়া ডুয়ামেনার এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালে অস্ট্রিয়ায় খেলতে গিয়ে মাঠে পড়ে যান তিনি।

কিন্তু সে যাত্রায় সুস্থ হয়ে ওঠেন। তারপর তার হার্ট সার্জারি করা হয় এবং একটি ‘স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর’ বসানো হয়।
তবে এবার ফেরার সুযোগ দেননি ডুয়ামেনা। গত শনিবার আলবেনিয়ান লিগে পার্টিজানির বিপক্ষে তার ক্লাব এগনাটিয়ার হয়ে খেলেন ডুয়ামেনা। খেলার মাঝপথে মাঠে পড়ে যান তিনি।

তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এবারের আলবেনিয়ান লিগে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ডুয়ামেনা। ঘানার জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।

About bisso Jit

Check Also

তাহলে কি এবার হাসিনার মত পরিনতি হবে মোদির?

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে সাধারণ জনগণ। দেশের বিভিন্ন প্রান্তে এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *