Wednesday , October 30 2024
Breaking News
Home / Countrywide / কারাগারে ভালো নেই সেই মিন্নি, ভুগছেন নানান রোগে (ভিডিওসহ)

কারাগারে ভালো নেই সেই মিন্নি, ভুগছেন নানান রোগে (ভিডিওসহ)

বরগুনায় ( Barguna ) অন্যতম আলোচিত রিফাত শরীফ ( Rifat Sharif ) নিহতের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম প্রধান ও মৃত্যদণ্ড প্রাপ্ত আসামিক আয়েশা সিদ্দিকা মিন্নির ( Minnir ) ( Ayesha Siddique Minni ) শারীরিক অবস্থা তেমন ভালো নয় বলে দাবি করেছেন বাবা মোজাম্মে ( May )ল হক কিশোর। সংবাদ মাধ্যমকে তিনি জানান, দীর্ঘদিন ধরেই লো প্রেশার, দাঁত ও ঘাড়ের ব্যথায় ভুগছেন তিনি। একই সঙ্গে তার মে ( May )য়ে সড়যন্ত্রের শিকার বলেও দাবি করেন তিনি।

এদিকে আজ সোমবার ( Today Monday ) (৩০ মে ( May )) রিফাত শরীফ ( Rifat Sharif ) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি।  আজ বিচারপতি মোস্তফা জামান ইসলামে ( May )র নেতৃত্বাধীন বেঞ্চে মিন্নির ( Minnir ) জামিন আবেদনের শুনানি হতে পারে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।

এর আগে গত ১৯ জানুয়ারি বরগুনায় রিফাত শরীফ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় খালাস চেয়ে আবেদন করেন মিন্নি।

স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নিকে ‘মৃ”’ত্যু’দ’ণ্ড’ দেন আদালত।

এদিকে দীর্ঘ এক বছরেরও অধিক সময় ধরে মেয়েকে দেখতে না পেয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন মিন্নির মা। আশাবাদি, উচ্চ আদালতে আপিল করা হলে, মেয়েকে এ মামলা থেকে মুক্ত করতে পারবেন তারা।

About Rasel Khalifa

Check Also

সাংবাদিক মুশফিকুল ফজল রাষ্ট্রদূত হওয়ায় যা বললেন মিলার

বাংলাদেশের আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *