Wednesday , December 4 2024
Breaking News
Home / opinion / কাডাল রানীর ঠোলা বাহিনীর মনোবল ভাঈঙ্গা গেছে, আত্মগোপনে থাকা সবাই নাইম্যা পড়েন: পিনাকী ভট্টাচার্য

কাডাল রানীর ঠোলা বাহিনীর মনোবল ভাঈঙ্গা গেছে, আত্মগোপনে থাকা সবাই নাইম্যা পড়েন: পিনাকী ভট্টাচার্য

ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বিভিন্ন সময় দেশের অভ্যন্তরীণবিষয়ে বির্তকিত পোষ্ট করে আলোচনা আসেন। সম্প্রতি তার সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোষ্ট ভাইরাল হয়েছে। ফেসবুকের ওই পোষ্টে তিনি যা লিখেছেন তা হুবহু নিচে তুলে ধরা হলো:-

আগামীকাল কাডাল রানী ইলেকশন শিডুল ঘোষণা করবি। প্রস্তুতি নিয়া রাখেন। শিডুল ঘোষণা মাত্র যেন জনতাকে সাথে নিয়ে যে যেভাবে পারেন ভয় ভাইঙ্গা রাস্তায় নাইম্যা আসপার পারেন। আত্মগোপনে থাকা সবাই, নাইম্যা পড়বেন। কাডাল রানী স্বপ্নকে দু:স্বপ্ন বানায়ে দিতে হবে। এই লড়াইয়ে বিজয়ের কোন বিকল্প নাই। এই ধাক্কায় কাডাল রানীর দু:শাসনের দুর্গ মাটিতে মিশায়ে দিতে হবে। কাডাল রানীর ঠোলা বাহিনীর মনোবল ভাঈঙ্গা গেছে। এই খোড়া বাহিনী যদি নামেও তাহলে ধুলিকনার মতো উইড়া যাবে জনতার প্রতিরোধের সামনে। লড়াই চুড়ান্ত পর্যায়ে পৌছাইছে। বিজয় আমাদেরকেই ছিনায়ে আনতে হবে। ইলেকশনের শিডুল ওদের হাসিনা দিয়া হান্দায়ে দিতে হবে।

উল্লেখ্য, পিনাকী ভট্টাচার্য একসময় বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও অন্যান্য বিষয়ে ১৮টি বই লিখেছেন। আজ তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ফেসবুকে তার প্রায় পাঁচ লাখ ফলোয়ার রয়েছে। টুইটারেও সক্রিয় তিনি। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি, মায়ানমারে রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ে তার অনলাইন লেখাগুলো তরুণ শিক্ষার্থী ও অন্যান্যদের কাছে বেশ জনপ্রিয়।

About Nasimul Islam

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *