Thursday , September 12 2024
Breaking News
Home / Entertainment / ওমর সানীর অনুরোধ:প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সবাই, আমরা কেউই থাকবো না পৃথিবীতে

ওমর সানীর অনুরোধ:প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সবাই, আমরা কেউই থাকবো না পৃথিবীতে

বাংলাদেশের সিনেমা জগতের এক সময়ের সুপারষ্টার ছিলেন ওমর সানী। একটা সময়ে ব্যবসা সফল অনেক সিনেমাই উপহার দিয়েছেন তিনি দর্শকদের। আর সেই থেকেই হয়ে আছেন সিনেমা জগতের আরেক বড় সুপারষ্টার।

বর্তমানে সিনেমা জগতে এত বেশি তাকে দেখা না গেলেও স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নামাজ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা যা দাগ কেটেছে সবার মনে।

পাঠকদের উদ্দেশ্যে তার সেই স্ট্যটাস তুলে ধরা হলো হুবহু:-

আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না তাই নামাজ টা শুরু করেন প্লিজ।আমার দাদা,দাদি বেঁচে নাই,বাবা,মা নাই,আত্মীয়স্বজনের অধিকাংশই নাই।আপনার হয়তো আছে ভবিষ্যতে থাকবে না,অতএব আমরা যাই করি না কেন নামাজটা জরুরী!

প্রসঙ্গত, একটা সময়ে সিনেমায় নিয়মিত কাজ করলেও এখন সিনেমা থেকে অনেক দুরে রয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। তবে দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকেন তিনি।

About Rasel Khalifa

Check Also

অভিনেত্রী হোমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু, অবশেষে জানা গেল আসল কারণ

অভিযোগপত্রে বলা হয়, ছোট পর্দার অভিনেত্রী হোমায়রা হিমু রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *